ঢাকার কেরানীগঞ্জে সামাজিক যোগাযোগ ও ইউটিউব চ্যানেলে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেরানীগঞ্জ মডেল থানার আহবায়ক কমিটির সহসভাপিত হাজী মোঃ আবু সিদ্দিক সংবাদ সম্মেলন করেছেন। তিনি গতকাল তারানগর ইউনিয়নের জয়নগর এলাকায় তার নিজস্ব একটি খামার বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন অনুষ্ঠানে হাজী মোঃ আবু সিদ্দিক তার লিখিত বক্তব্যে বলেন, প্রায় তিন বছর আগে আমার শ্যালক মিরাজুল আলম মাসুরের সাথে পারিবারিক সম্পত্তি নিয়ে একটি বিরোধ দেখা দিয়েছিল। পরে আমার শ্যালকের সাথে ওই ঘটনার মিমাংসা হয়ে যায়। কিন্তু ওই সময় কে বা কারা আমাদের অজান্তে একটি ভিডিও ধারন করে। আমি আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল তিন বছর আগের একটি ভিডিও সামাজিক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সংবাদ সম্মেলন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,হাজী আবু সিদ্দিকের শ্যালক মিরাজুল আলম মাসুর, তারানগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বর মোঃ আলাউদ্দিন, মোঃ শওকত আলী, সাবেক মেম্বর মোঃ মজনু মিয়া প্রমুখ।