দেশের দক্ষিণ জনপদের একজন সমাজ সেবক, শিক্ষা বান্ধব ও সাবেক জনপ্রতিনিধি পর-উপকারী হিন্দু-মুসলিমদের মন্দির-মসজিদের উন্নয়নে আর্থিক সহায়তা দিয়ে নিজেকে মানুষের সেবায় তিনি প্রতিশ্রুতিবন্ধ। ব্যাক্তিটি তেমন বেশি শিক্ষিত না। সহজ সরল স্বাভাবিক জীবন, অথচ শিক্ষার উন্নয়নে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে এলাকার মানুষের শিক্ষার সুযোগ সৃস্টি করেছেন। ২০০৩ সালে, গলাচিপা উপজেলার বৃহত্তর বকুলবাড়িয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে, এলাকার উন্নয়নে তিনি এই উপজেলায় এক অনন্য সমাজ সেবক হিসেবে সুনামে কুরিয়েছে। যার নাম হয়েছে মো. ইউসুফ মোল্লা, বয়স ৬০ এর কোঠায়। তার কর্ম জীবনে বা চেয়ারম্যান হিসেবে, যতটুকু দেখতে পেয়েছি, কি ভাবে, নিজ এলাকায় মানুষের উন্নয়নে কত অফিস, দপ্তর ও মান্ত্রনালয় কাজের জন্য ছুটে গিয়াছেন। আমার দেখা তার কর্মের মধ্যে যে বিষয় গুলো আমাকে মুগ্ধ করেছে তা হ’লো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্বে ১৯৯৯ সালে এলাকার গুয়াবাড়িয়া নারীদের শিক্ষার জন্য একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছেন, যেখানে বর্তমানে ৩ শতাধিক শিক্ষার্থী লেখা পড়ার সুযোগ পাচ্ছে। এর পরে তিনি ২০০৪ সালে বকুলবাড়িয়া ইউনিয়ন কলেজ প্রতিষ্ঠা করলেন নিজ জমি, অর্থ ব্যায়ে অবকাঠামো গড়ে। সেখানে বর্তমান প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার সুযোগ পাচ্ছে। ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ভবন এবং বৃহত্তর বকুলবাড়িয় ইউনিয়নকে দুটি ইউনিয়নে ভাগ করার ক্ষেত্রে তিনি সহযোগিতা করেন। এর বাহিরেও তিনি এলাকায় প্রতিটি মসজিদের পাকা ঘাটলা নির্মাণ করে মুসল্লীদের অজু করার ব্যাবস্থা এবং সকল মন্দিরে আর্থিক সহায়তা দিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠানে বা পুজা পার্বনে আর্থিক সহায়তা প্রদান করেছে। তার চেয়ারম্যানি সময় তিনি গলাচিপা-টু-পাতাবুনিয়া থেকে দশমিনা উপজেলার বেতাগী পর্যন্ত রাস্তাটি পাঁকা সড়কের, নির্মাণ কাজের ক্ষেত্রে বলিষ্ট ভূমিকা রেখেছে। এছাড়া নিজ এলাকার গৃহহীন মানুষের জন্য আবাসন, আশ্রয়ন কেন্দ্র নির্মাণ করে যথেষ্ট সুনাম পেয়েছে। তার সাথে গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিলটন এর সাথে এক সাক্ষাত কালে তিনি জানায় যে, তার ইউনিয়নে তার পরিকল্পনার অসমাপ্ত কাজ গুলি করার বিষয়ে তিনি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া তিনি বাল্য বিবাহ আইন শৃঙ্খলা উন্নয়নসহ, শিক্ষা, বিধবা, প্রতিবন্ধী ও বয়স্ক মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি আরো জানান যে, বর্তমান শেখ হাসিনা সরকারের দেশের উন্নয়নে তার সমর্থন রয়েছে। আগামী ইউপি নির্বাচনে বর্তমান সরকারের উন্নয়ন কাজে এবং তার নিজ এলাকার মানুষের উন্নয়ন করার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
লেখক: খবর পত্র প্রতিনিধি ও গলাচিপা প্রেসক্লাব সভাপতি