শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

শেরপুরের ধলা ইউনিয়নে উদ্বোধন করা হলো নৌকা বাইচের জন্য তৈরি বাঘা মন্ডল নৌকা

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

শেরপুর জেলার সদর উপজেলার ধলা ইউনিয়নের নৌকা বাইচের জন্য তৈরি মোঃ বাঘা মন্ডল নামে নৌকা উদ্বোধন করা হয়েছে। ১৭ জানুয়ারি রোববার শেরপুর সদর উপজেলার ৫নং ধলা ইউনিয়নের চান্দেরনগর গেরামারা গ্রামে উৎসুক এলাকাবাসী ও মোঃ বাঘা মন্ডলের পৃষ্ঠপোষকদের নিয়ে স্থানীয় একটি বিলে বৃহৎ নৌকা পরিচালনা করার সূচনা করা হয়। এ বিষয়ে নৌকার প্রধান পৃষ্ঠপোষক মোঃ বাঘা মন্ডল জানান “বাঘা মন্ডল” তৈরি করতে দীর্ঘদিন সময় লেগেছে। এখানে মোট ৪০ জন দক্ষ শ্রমিকের পরিশ্রমে “বাঘা মন্ডল” পূর্ণতা পেয়েছে। এ নৌকা বানাতে শ্রমিকদের মজুরী ১লক্ষ ৪০ হাজার টাকা সহ মোট ৭ লক্ষ টাকা খরচ হয়েছে। নৌকাটির দৈর্ঘ্য ১২০ ফুট। নৌকা বাইচের জন্য তৈরি “বাঘা মন্ডল” তৈরির বিষয়ে ৫নং ধলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তছলিম উদ্দিন বলেন, নৌকা বাইচ খেলাটি পুরনো ঐতিহ্যবহন করে। আমরা প্রতি বছরই শেরপুরে অনুষ্ঠিত বিভিন্ন নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকি। তাই নতুন বছরের জন্য এলাকাবাসীর সহযোগিতা নিয়ে ৭লক্ষাধিক টাকা খরচ করে “বাঘা মন্ডল” তৈরি করেছে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বাঘা মন্ডল নৌকা বাইচের পৃষ্ঠপোষক আবু বক্কর সিদ্দিক বক্তব্য রাখেন। নৌকা বাইচের জন্য তৈরি “বাঘা মন্ডল” এর উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আ.স.ম. নাসিম কাকন, বাঘা মন্ডল নৌকা বাইচের পৃষ্ঠপোষক মোঃ সাদ্দাম হোসেন, কমর উদ্দিন, শহিদুল ইসলাম, মোঃ সাত্তার মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সহ¯্রাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com