মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও বিক্ষোভ ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও মোজাম্মেল হক চৌধুরী কিশোরগঞ্জে শহীদ পরিবারের জায়গাজমি জবরদখল বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা টমেটো চাষে কৃষক ফিরোজের বাজিমাত, ঝুঁকছেন অন্য কৃষকরাও দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার তৃতীয় দিনের মতো চলছে সুন্দরবনের আগুন নেভানোর কাজ বাড়ির ভিতর স্বল্প পরিসরে মাছচাষে তিনগুণ লাভে খুশি মাছচাষী শরীয়তপুর সদর উপজেলাকে একটি আধুনিক উন্নত মডেল রূপে গড়ে তুলবো-উজ্জ্বল আকন্দ

‘বার্সেলোনায় থেকে যেতে নিজের ক্ষমতার সর্বোচ্চটাই দেবেন মেসি’

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

চলতি মৌসুম শুরুর আগে ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় ছিল, লিওনেল মেসি ও বার্সেলোনার মধ্যকার সম্পর্ক। দীর্ঘ ২০ বছর যে ক্লাবের হয়ে খেলেছেন, সেই বার্সেলোনা থেকে চলে যাওয়ার ইচ্ছার কথাই জানিয়েছিলেন মেসি। এখনও পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করেননি তিনি। তৎকালীন বোর্ড ম্যানেজম্যান্টের সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই মূলত এমন সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলেন বার্সেলোনা অধিনায়ক। তবে ক্লাবের প্রেসিডেন্ট পদপ্রার্থী হুয়ান লাপোর্তা মনে করেন, যথাযথ প্রস্তাব পেলে নিজের সর্বোচ্চটা দিয়েই বার্সেলোনায় থেকে যাবেন মেসি।
গত আগস্টের শেষদিকে বার্সেলোনা ছেড়ে যাওয়ার কথা জানান মেসি। তখন চুক্তির নানান মারপ্যাঁচ দেখিয়ে তাকে আদালতে গিয়ে মীমাংসার পথ দেখান তৎকালীন ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ। নিজের প্রিয় ক্লাবের সঙ্গে আইনি লড়াইয়ে যাবেন না বিধায়, সিদ্ধান্ত থেকে সরে আসেন মেসি। এরপর থেকে নানান সময়ে এ বিষয়ে শোনা গেছে নানান তথ্য। তবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হুয়ান লাপোর্তা ইতিবাচক কথাই বলেছেন সবসময়। আবারও একই কথা তার কণ্ঠে। তবে লাপোর্তা মনে করেন, এখন ক্লাব ছাড়ার চেয়ে সামনের ম্যাচগুলোর দিকেই বেশি মনোযোগ মেসির। স্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে লাপোর্তা বলেছেন, ‘মেসি এখন লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ ও চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেইন্ট জার্মেইয়ের বিপক্ষে ম্যাচের দিকে নিজের সব মনোযোগ রেখেছে। আমি জানি না রোববার স্প্যানিশ সুপার কোপার ফাইনাল ম্যাচটি খেলবে কি না।’ তিনি আরও যোগ করেন, ‘তবে মেসি না খেললেও বেঞ্চে থাকবে, যা পুরো দলকে উজ্জীবিত করে। আমি এখন তাকে অনেক খুশি দেখতে পাই। সে খেলাটা উপভোগ করছে। আমি জানি, সে এখানে (বার্সেলোনা) থাকতে এবং ভালো প্রস্তাব দেয়া হলে নিজের ক্ষমতার সর্বোচ্চটা দিয়েই এখানে থেকে যাবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com