শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

৫ দফা দাবি আদায়ের লক্ষে কেরাণীগঞ্জ ওয়াশিং ফ্যাক্টরি মালিক সমিতির মানববন্ধন

শামীম আহম্মেদ কেরাণীগঞ্জ (ঢাকা) :
  • আপডেট সময় বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

৫দফা দাবি আদায়ের লক্ষে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে কেরাণীগঞ্জ ওয়াশিং ফ্যাক্টরী মালিক সমিতি। গতকাল ঢাকা-মাওয়া মহাসড়কের সংযোগ সড়ক দক্ষিণ কেরাণীগঞ্জের কদমতলী নূর ইসলাম কমান্ডার চত্বর এলাকায় এ কর্মসূচী পালন করেন তারা। ঘন্টা ক্যাপী এই মানব বন্ধন কর্মসূচীতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বন্ধ হওয়া ওয়াশিং ফ্যাক্টরীর হাজার হাজার শ্রমিক ও মালিকরা তাদের ফ্যাক্টরী পুনরায় চালুসহ তাদের ৫দফা দাবী আদায়ের জন্য বিভিন্ন শ্লোগান দিতে থাকে। মানব বন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বেরকরা হয়। ওয়াশিং ফ্যাক্টরীর মালিকগন জানান, জিনজিরা, আগানগর ও শুভাঢ্যা ইউনিয়নে  তাদের ৮১টি ওয়াশিং ফ্যাক্টরী রয়েছে। যেখানে ২৫ হাজার শ্রমিক কাজ করে। এছাড়া ১০হাজার স্থানীয় মিনি গার্মেন্টস, লন্ড্রি, কম্পিউটার এম্বয়ডারীসহ বিভিন্ন প্রয়জনীয় কারখানায় নিয়োজিত প্রায় ৩ লক্ষাধিক লোকের কর্মসংস্থান এই ওয়াশিং ফ্যাক্টরীর সাথে জড়িত । কিন্তু সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের আবেদনের প্রেক্ষিতে ওই তিনটি ইউনিয়নের আবাসিক এলাকায় এখন সমস্ত ওয়াশিং ফ্যাক্টরী হাইকোর্টের নির্দেশে বন্ধ হয়ে গেছে। এতে ২৫ হাজার শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। তারা আরও জানান কেরানীগঞ্জ বিসিক শিল্প নগরীর পাশে ৫’শ কাঠা জমি তারা ক্রয় করলেও সেখানে গ্যাস, বিদ্যুৎ ও ই,টি,পি প্লান না থাকায় ওয়াশিং ফ্যাক্টরী গুলি স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। যতদিন পর্যন্ত নতুন জায়গায় গ্যাস, বিদ্যুৎ ও ই,টি,পি প্লান না হবে ততদিন পর্যন্ত তাদের ফ্যাক্টগুলো আগের জায়গায়ই পুনরায় চালু করার জন্য সরকারের প্রতি জোড় দাবি জানিয়ে উপস্থিত সাংবাকিদের কাছে তাদের ৫দফা দাবি তুলে ধরেনকেরাণীগঞ্জ ওয়াশিং ফ্যাক্টরী মালিক সমিতির সভাপতি কাজী আবু সোহেল কাজল। তাদের দাবি সমূহ হচ্ছে-বন্ধ কারখানাগুলা পুনরায় চালু করে বকেয়া বিল উত্তোলনের সুযোগ করে দেয়া, কেরানীগঞ্জ বিসিক শিল্প নগরীর পাশে যেখানে তারা ৫’শ কাঠা জমি তারা ক্রয় করেছেন সেখানে গ্যাস, বিদ্যুৎ ও ই,টি,পি প্লানসহ যাবতীয় সুযোগ সুবিধা করে দেয়া, শিল্প জোনে স্থানান্তর হওয়ার আগ পর্যন্ত বর্তমানের স্ব-স্ব জায়গায় ফ্যক্টরী চালু রাখতে কোন ধরনের বাধা প্রদান না করা, কারখানা মালিকদের সহজশর্তে ব্যাংঋণের ব্যবস্থা করা এবং হটকারি কোন সিদ্ধান্তে যেন তাদেও বেকার হওয়ার পথ সৃষ্টি করা না হয়। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ ওয়াশিং ফ্যাক্টরী মালিক সমবায় সমিতির সাধারন সম্পাদক হাজী সোহেল রেজা, সহ-সভাপতি হাজী কাশেম, সহ-সম্পাদক আহমদ আলী ও কোষাধক্ষ মো. রুবেল খান, মো.নাসির উদ্দিন, মইনুল ইসলাম হুমী, মো.আবুল বাশার, নূরে আলম নূরু প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com