রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন

টিকা নিলেন জাতিসঙ্ঘ মহাসচিব গুতরেসে

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিয়ো গুতরেসে বৃহস্পতিবার কোভিড-১৯ টিকা নিয়েছেন। এক টুইটে তিনি জানান,‘ আমি ভাগ্যবান ও কৃতজ্ঞ ছিলাম, আজ কোভিড-১৯ -এর টিকা পেয়েছি।’ জাতিসঙ্ঘের কর্মকর্তা-কর্মচারী ও কূটনীতিকদের কোভিড-১৯ টিকা প্রদান কর্মসূচীর আওতায় নেয়ায় নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান তিনি। ‘সকলের জন্য সবখানে টিকা সহজলভ্য করতে আমাদের কাজ করতে হবে, এই মহামারীতে সকলে নিরাপদ না হওয়া পর্যন্ত আমরা কেউই নিরাপদ নই।’ তিনি যোগ করেন। তিনি নিউইয়র্কের তার সমবয়সী স্কুলের বন্ধুদের সাথে টিকাদান কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। ২০১৯ সালের ডিসেম্বর থেকে ১৯২ দেশ ও অঞ্চলের ২২ লাখ ১ হাজার ৪৪জন মানুষ মারা গেছেন। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, বিশ্বে ১০ কোটি ২০ লাখ ৪১ হাজার ১২০জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর এরমধ্যে সুস্থ হয়েছেন ৭ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৬৯০জন মানুষ। এই মহামারীতে যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলের মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com