বাসমতি চাল উৎপাদন ও রফতানির জন্য পাকিস্তানের খ্যাতি রয়েছে। সম্প্রতি নিজস্ব জাতের বাসমতি চালের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর (জিআই) ট্যাগ পেয়েছে পাকিস্তান। এর মধ্য দিয়ে দেশটি থেকে খাদ্যপণ্যটির রফতানি আরো গতি পাবে বলে আশা সংশ্লিষ্টদের। খবর এনডিটিভি।
বাসমতি চালের অন্যতম রফতানি বাজার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো। ইইউর বাজারে খাদ্যপণ্যটির রফতানিতে ভারত ও পাকিস্তানের তুমুল প্রতিযোগিতা বিদ্যমান। এ পরিস্থিতিতে ইইউর বাজারে বাসমতি চালের জিআই ট্যাগ পেয়েছিল ভারত। প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে যায় দিল্লি। এর জের ধরে ইইউতে বাসমতি চালের জিআই ট্যাগের জন্য আবেদন করে পাকিস্তান। আইনি প্রক্রিয়া শেষে অবশেষে নিজস্ব বাসমতি চালের জিআই ট্যাগ পেয়েছে দেশটি। পাকিস্তান সরকারের বাণিজ্য উপদেষ্টা আবদুল রাজাক দাউদ টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জিআই ট্যাগ পাওয়ার মধ্য দিয়ে ইইউর বাজারে ভারতের পাশাপাশি পাকিস্তান থেকেও বাসমতি চাল রফতানিতে আর কোনো প্রতিবন্ধকতা থাকছে না।