বাগেরহাটের চিতলমারী উপজেলার সাপ্তাহিক হাটের স্থান পাল্টে বুধবার ‘এক দোকানে এক ক্রেতা’ হাটের উদ্বোধন করা হয়েছে। করোনার কারণে সামাজিক দূরত্ব মেনেই এ হাট বসছে। শেরে বাংলা ডিগ্রী কলেজ মাঠে সপ্তাহে’র বুধ ও শনিবার মিলবে এই হাট। চলবে সকাল ৬ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। বুধবার দুপুর দুইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের কথা ভেবে এ হাটের উদ্বোধন করা হয়েছে। এ হাটের দোকানগুলো সামাজিক নিরাপত্তা মেনেই চলবে। প্রতিটি দোকান ১০ ফুট বাই ১০ ফুট। এক দোকান থেকে আরেক দোকানের দূরত্ব ২০ ফুট এবং এখানে একটি দোকান একজনে পরিচালনা করবে। এক একজন করে ক্রেতা আসবে কিনবে।
হাটের জায়গা নির্বাচনের সময় আরো উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় প্রমূখ।
ই-খ/খবরপত্র