গলাচিপা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে আসন্ন মহান ২১শে ফেব্রুয়ারি /২১ ভাষা শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। গতকাল উপজেলা পরিষদ দরবার হলে উভয় সভায় সভাপতিত্ব করেন, গলাচিপা উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার আশিষ কুমার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ্ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, মুক্তি যোদ্ধা প্রতিনিধি মো. নিজাম উদ্দিন তালুকদার, প্রেসক্লাভ সভাপতি খালিদ হোসেন মিলটন ও চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন (বাবুল মুন্সি), মিসেস সালমা ওহাহিদ, সাংবাদিক সমিত কুমার দত্ত মলয় প্রমূখ। সভায় করোনা পরিস্থিতি মাথায় রেখে মহান ভাষা দিবসে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। এবং যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্য উপজেলা নির্বাহী অফিসার সকলের প্রতি অনুরোধ করেন। পরে আইন শৃঙ্খলা সভায় গলাচিপার সার্বিক আইন শৃঙ্খলা নানাবিদ বিষয়ে আলোচনা হয় এবং সভার বিভিন্ন প্রস্তবনা বিষয়ে নানাবিদ সিদান্ত গ্রহণ করা হয়। সভায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য বৃন্দ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।