বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

৩য় বারের মতো স্বর্ণপদকে ভূষিত হলেন-তিতাসের নূর নবী চেয়ারম্যান

আরিফুর রহমান (তিতাস) কুমিল্লার :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

কোভিড-১৯ মোকাবেলায় বিশেষ অবদানের জন্য কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উঃ জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্মআহবায়ক নূর নবী চেয়ারম্যানকে স্বর্নপদকে ভূষিত করা হয়েছে। এনিয়ে সামাজিক বিভিন্ন বিষয়ে অবদান রাখায় তৃতীয়বারের মতো স্বর্ন পদকে ভূষিত হলেন নূর নবী চেয়ারম্যান। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকার হোটেল ফার্স এর অডিটরিয়ামে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম আয়োজিত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে “বাংলা ভাষা-বাংলাদেশ ও বঙ্গবন্ধু”শীর্ষক আলোচনা সভা এবং কোভিড-১৯,মোকাবেলায় বিশেষ অবদানের জন্য ৬৪ জেলার ইউপি চেয়ারম্যানদের মধ্য হতে করোনা মোকাবিলায় অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়েছে। উক্ত আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন (এমপি) বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শেখর। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগর টগর, আরো উপস্হিত ছিলেন,এশিয়ান টিভি ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশিদ (সিআইপি), মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্হাপনা পরিচালক মো.নাছির উদ্দীন সাথী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ও অনুজীব বিজ্ঞানী ডাঃ মোঃ ফিরোজ আহমেদ,ডেমোক্রেসি ওয়াচ এর নির্বাহী পরিচালক ও উপদেষ্টা বিইউপিএফ মো. ওয়াজেদ ফিরোজ। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম এর সভাপতি এস এ এম জাকারিয়া আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম এর সাধারন সম্পাদক মো.নাজিম উদ্দিন ভূঁইয়া ফিরোজ। এসময় বক্তারা যে কোন দূর্যোগে বাংলাদেশ আওয়ামীলীগ ও বর্তমান সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ, উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। উল্লেখ্য,বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নূর নবী এর আগেও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক কুমিল্লা জেলার শ্রেষ্ট বিদ্যোৎসাহী সমাজকর্মী চেয়ারম্যান ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকে সমাজ সেবায় অবদানের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন সম্মাননা লাভ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com