রাঙামাটির বাঘাইছড়ির ইউএনও কার্যালয়ের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্মতার রুমে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। বাঘাইছড়ি থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। নিহতের নাম সমর বিজায় চাকমা। তিনি রূপকারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য ছিলেন।
পুলিশ জানায়, বুধবার দুপুরে তিনজন অস্ত্রধারী লোক উপজেলা সদরে ইউএনও কার্যালয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার রুমে ঢুকে সমর বিজয়কে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়ন করা হয়েছে।