দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৪১ জন ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৭২ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন মারা গেছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে ৬০ জনের প্রাণহানি হলো।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১০ জন। এ নিয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬০ জনে। সব মিলিয়ে দেশে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭২ জনে।
নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ২১৩৫ জনের। পরীক্ষা করা হয়েছে ২০১৯ জনের। নমুনা সংগ্রহ বেড়েছে ৪ শতাংশ এবং পরীক্ষা বেড়েছে ১৬ শতাংশ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৩৫ জনকে। মোট আইসোলেশনে রয়েছেন ৪৬১ জন। আইসিইউ প্রস্তুত আছে ১৯২টি।
এমআইপি/প্রিন্স/খবরপত্র