সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে সীরাতুন্নবী (সা:) হিজরী ১৪৪২ উপলক্ষে প্রকাশিত সীরাত স্মারকের লেখকদের নিয়ে গত ২৫ ফেব্রুয়ারি এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর এক মিলনায়তনে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবু তাহের বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি আসাদ বিন হাফিজ। কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুলের পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. মাহফুজুর রহমান আকন্দ ও ড. আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সহ সভাপতি যাকিউল হক জাকি, শাহাদাতুল্লাহ টুটুল। কোরআন তেলওয়াত করেন মাহমুদুল হাসান।
রাসূল (স:) নিবেদিত কবিতা পাঠ করেন আতিফ আবু বকর, মোস্তফা আলী ইসলাহী। প্রেসবিজ্ঞপ্তি