চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে ওসি তদন্ত মোঃ মাসুদ আলমের নির্দেশে এসআই মনিরুল ইসলাম, আবদুল আউয়াল, এএসআই কামাল, এএসআই জামাল সহ সঙ্গীয় ফোর্স সপ্তাহ ব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ০১ জন সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার, ওয়ারেন্ট মূলে ০৩ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক ০৪ জন সর্বমোট ০৮ জন আসামী গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দিনগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল। উপজেলার গালিম খাঁ সাকীনস্থ কুখ্যাত মাদক ব্যবসায়ী ১৫(পনের)টি মাদক মামলার আসামী রাসেল(৪০) এর হেফাজত হইতে ২১০ (দুইশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, এসসি- ১৯৪/১৪, সিআর- ১২/১২(মতলব দক্ষিন), প্রসেস নং- ৮৬/১৫ সাজা ওয়ারেন্ট মূলে উপজেলার আমিয়াপুর গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে আবুল কাশেম। ছেংগারচর পৌর এলাকা হইতে পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক ব্রাহ্মণচক গ্রামের জলিল ঢালীর ছেলে বাবু প্রকাশ বাবুল(৩৫) ঢালী, বনানীপাড়া থানার ইলুহার গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ সফিক(২৮), একই গ্রামের মাছুম খানের ছেলে মোঃ সাব্বির (২৫), সৌরবকাটি থানার বরচাকাটি গ্রামের মোঃ দুলাল এর ছেলে আব্দুল্লাহ(২৭) গ্রেফতার করা হয়। মাদক মামলার ওয়ারেন্টভুক্ত জিআর-২০৮/১৮ মামলার আসামী ইন্দুরিয়া গ্রামের মোবারক প্রধানের ছেলে মাইনউদ্দিন বাবু(৩২), এসটিসি-২/২০২০ জিআর-০৪/২০১৮ মামলার আসামী দক্ষিণ টরকি গ্রামের আলমগীর বাগের ছেলে আল-আমিন সরকার। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামী আটক করা হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে শুক্রবার সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল মতলব উত্তর থানায় যোগদানের পর থেকে মতলব উত্তর থানা এলাকায় আইন শৃংখলার উন্নতি সাধনে নিরলস কাজ করে যাচ্ছেন।