জামালপুরের জন্য বিরল সম্মান বয়ে আনলেও শুধুমাত্র প্রচারের অভাবে অভাবনীয় সাফল্যের বার্তা ঢাকা পড়ে আছে। ২০২০ সালে তৃতীয় শ্রেণির বোর্ড পরীক্ষায় নূরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রামের অধিনে সারা দেশের মাদ্রাসা গুলোর সাড়ে ৩লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে জামালপুর পৌরসভাধীন তিরুথা রওজাতুল উলূম মাদ্রাসার ৩৯জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই কৃতিত্বের সাথে পাশ করে। মেধা তালিকার সেরা ২০ এর মধ্যে রওজাতুল উলূম মাদ্রাসার দ্বিতীয়, তৃতীয় স্থানসহ ১২জন্য শিক্ষার্থী শীর্ষস্থানের কৃতিত্ব অর্জন করে। কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করতে ৬মার্চ তিরুথা মাদ্রাসা প্রাঙ্গনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার সভাপতি এবং জামালপুর বড় মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ। মাদ্রাসার পরিচালক হাফেজ মৌলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সঞ্চালনায় বক্তব রাখেন করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পদাক আলহাজ মোঃ ইব্রাহিম, কোষাধ্যক্ষ আলহাজ মোহাঃ আব্দুর রাজ্জাক প্রমুখ। আলোচনা সভা শেষে মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বোর্ডে মেধা তালিকার শীর্ষস্থান অর্জনকারী পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলো মো.মারুফ হোসেন দ্বিতীয়, মোছা. হুমাইরা তৃতীয়, মোছাঃ ফারজানা সপ্তম, মোঃ সোয়াইব অষ্টম, মোছাঃ রোকাইয়া ১১তম, মোছাঃ সাউদা ও মোঃ আঃ রহিম যৌথভাবে ১২তম, মোছাঃ সাফিয়া সিদ্দিকা ১৩তম, মোঃ রাকিবুল রনি ১৫তম, মোছাঃ হাফছা সিদ্দিকা ১৬তম, মোঃ সাদিকুর ইসলাম ১৮তম এবং মোছাঃ হাফসা জান্নাত ১৯তম স্থান লাভ করে। জানা যায় এ মাদ্রাসায় ধর্ম শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজী, অংক সমানতালে পাঠদান এবং ক্রীড়া, সংগীতসহ অন্যান্য সহশিক্ষা প্রদান করা হয়। এছাড়া হাফেজ শিক্ষা এ মাদ্রাসার অন্যতম কার্যক্রম। শিক্ষার্থীদের হাতের লেখা, উপস্থাপনা সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় বলে জানান শিক্ষকগণ। ১৬জন শিক্ষক দ্বারা পরিচালিত এ মাদ্রাসায় ৪১০জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। উল্লেখ শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে আলাদাভাবে মহিলা মাদ্রাসা নির্মান করা হচ্ছে। জামালপুর শহর থেকে ৪ কিলোমিটর দূরে অবস্থিত মনোরম পরিবেশে আধুনিক শিক্ষামান বজায় রেখে পাঠদান কর হয় বলে প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মৌলানা সাইফুল ইসলাম জানান।