স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মানবতার কল্যাণে ও নাগরিক সেবা নিশ্চিতে গত মঙ্গলবার লাশবাহী ফ্রিজিং গাড়ির উদ্বোধন করা হয়। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি আবদুল জব্বার, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, অধ্যাপক মোকাররম হোসাইন, শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুল মান্নান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মতিউর রহমান, মোহাম্মদ বনি ইয়ামিন, আব্দুস সবুর মাতুব্বর, আব্দুস সাত্তার সুমন, শাহিন আহমদ খান প্রমুখ।
নূরুল ইসলাম বুলবুল বলেন, মানবতার কল্যাণেই বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সকল কার্যক্রম পরিচালনা করে থাকে। দেশের মানুষের পাশে জামায়াত প্রতিষ্ঠালগ্ন থেকেই নানামুখী সেবার কাজ অব্যাহত রেখেছে। আমরা বাংলাদেশে একটি ন্যায় আদর্শভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। যেখানে দেশের মানুষ তার সকল অধিকার ভোগ করতে পারবে। ইনসাফভিত্তিক ইসলামী সমাজব্যবস্থা ছাড়া মানুষের ন্যায্য অধিকার পাওয়া সম্ভব নয়। এজন্য সকল দেশপ্রেমিক নাগরিকদের বলিষ্ঠভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে আসতে হবে।
নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি হতে যাচ্ছে অথচ এখনও দেশের সাধারণ মানুষ নানাবিধ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বি ত। দেশের মানুষের প্রকৃত মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের সংগ্রামে ভূমিকা রাখতে হবে। এভাবেই সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গঠনের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়া সম্ভব। তিনি এই কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের উদাত্ত আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।