দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নবরূপী’র আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিবর্ষকে সামনে রেখে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবরূপী’র সভাপতি আব্দুল সামাদের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে আলেচানা করেন হাবিপ্রবি দিনাজপুরের সাবেক ভিসি অধ্যাপক মোঃ রুহুল আমিন, বিশিষ্ট লেখক, গবেষক ও দিনাজপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মাসুদুল হক ও সম্মলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন নবরূপী’র সাধারণ সম্পাদক এ কে এম মেহেরুল্লাহ বাদল। বক্তারা বলেন, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়, এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। সবচেয়ে বড় প্রাপ্তি হলো দরিদ্র দেশের তালিকা থেকে বাংলাদেশ এখন উন্নয়নশীল রাষ্ট্র। আলোচনা সভা শেষে নবরূপী’র সঙ্গীত সম্পাদক আবু সাঈদের পরিবেশনা এবং নবরূপী’র নিজস্ব শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাট্য সম্পাদক শামীম রাজা।