শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন

হাফনিওম ম্যালওয়্যারের ঝুঁকিতে দেশের অধিকাংশ ওয়েবসাইট

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১

বিডিজি ই-গভ সার্টের প্রতিবেদন
হাফনিওম নামে একটি ম্যালওয়্যারের ঝুঁকিতে আছে দেশের অধিকাংশ ওয়েবসাইট। এ ঝুঁকি থেকে মুক্ত নয় দেশের সরকারী ওয়েবসাইটও। সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পরিচালিত বিজিডি ই-গভ সার্ট প্রকল্পের আওতায় প্রকাশিত সাইবার হুমকি সম্পর্কিত এক প্রতিবেদনে এমনটা দেখা যায়। প্রতিবেদনে বলা হয়, ম্যালওয়্যারটি ওয়েবসাইটে অনুপ্রবেশের মাধ্যমে গোটা সিস্টেমকেই ক্ষতিগ্রস্ত করে তুলতে পারে। ম্যালওয়্যারটির পেছনে একটি হ্যাকার গ্রুপকে সন্দেহ করা হচ্ছে। গ্রুপটি মাইক্রোসফট এক্সচেঞ্জ প্রোগ্রামের দুর্বলতার সদ্ব্যবহার করে তার হ্যাকিং কার্যক্রম পরিচালনা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
দেশের ব্যাংকিং ও আর্থিকখাত, স্বাস্থ্যখাত, আইন ও আইনপ্রয়োগকারী সংস্থা, ভারি শিল্প ও প্রকৌশল, মহাকাশ গবেষনা, বিজ্ঞান ও শিক্ষা, কলেজ-বিশ্ববিদ্যালয়, জ্বালানী, বিদ্যুত ও অলাভজনক প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটগুলো নিরীক্ষা করে এমনটা দেখা যায়। প্রতিবেদনে দেখা যায় অগ্নি সিস্টেমস লি., বাংলাদেশ ব্যাংক, বিটিআরসি, এভারকেয়ার হাসপাতাল ঢাকা, স্ট্যান্ডার্ট চাটার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, বাংলা ট্রেক কমিউনিকেশন লি. ও সানশাইন জোন ডটকম, মেঘনা গ্রুপ, প্রাণ গ্রুপসহ অনেক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com