শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে বিতাড়িত করতে হবে-মাফরুজা সুলতানা মাইলস্টোন কলেজে নবম শ্রেণির বালিকাদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম ১৬ বছর বঞ্চিতদের এবার অগ্রাধিকার ভিত্তিতে বইমেলয় স্টল বরাদ্দের দাবি ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগে সমস্যা ছিল: বদিউল আলম আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ: প্রধান উপদেষ্টা সেন্টমার্টিন: ‘স্থানীয়দের জীবিকা বনাম পরিবেশ রক্ষা’ আ. লীগ-জাপা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে: মির্জা ফখরুল

আমরা সচেতন হয়ে চলাচল করলে করোনা দ্রুত প্রতিরোধ করতে সক্ষম হবে -মোঃ শাহাবুদ্দিন খান (বিএমপি) কমিশনার

শামীম আহমেদ বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৫ এপ্রিল, ২০২১

বরিশাল (বিএমপি) পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান কলেছেন,আমাদের দেশে ২য় বারের মত করোনা প্রাদূভার্ব বরিশার সহ দেশব্যাপি দেখা দিয়েছে। এই কারনে সরকার জনগণকে নিয়মিত মাক্স ব্যবহার করা সহ শারিরীক দুরুত্ব বজায় রেখে চলাচলের জন্য বিধি নিষেধ জারী করেছে। দেশব্যাপি লগডাউন দেয়া হয়েছে। জরুরী কারন ছাড়া কেহ অযথা বাহিরে গোড়া-ফেরা থেকে বিরত থাকার মধ্যে দিয়ে আপনি নিজেকে সুস্থ রাখবেন অন্যকেও সুস্থ থাকার সহযোগীতা করবেন। তিনি আরো বলেন, আমরা নিজেরা একটু শারিরীক নিরাপত্তা দুরুত্ব বজায় রেখে ও সচেতন হয়ে চলাচল করতে পারি তাহলে করোনা দ্রুত প্রতিরোধ করতে সক্ষম হব। সে কারনেই আপনারা হাট-বাজারে মাক্স ব্যবহার করা সহ দুরুত্ব বজায় রেখে কাজ করবেন। অন্যথায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রশাসন জেলা প্রশাসনকে সাথে নিয়ে যৌথভাবে কঠোর আইন প্রয়োগ করতে বাধ্য হব। সোমবার (৫ই) এপ্রিল সকাল ১১ টায় নগরীর জিলা স্কুল সম্মুখ রাজা বাহাদুর সড়কের মোড় থেকে নিয়মিত মাক্স পরি, করোনা মুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে করোনা ভাইরাস মোকাবেলা সচেতনমূলক এক বণ্যাঢ্য র‌্যালি বেড় করার পূর্বে পুলিশ কমিশনার র‌্যালি উদ্ধোধন কালে একথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা গণ। পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান আরো বলেন, আমাদের (বিএমপি) পুলিশ সদস্যরা জনগণকে সাথে নিয়ে করোনা প্রতিরোধের জন্য কাজ করছি। ইতিমধ্যে এই বৈশি^ক মহামারি করোনা প্রতিরোধের জন্য আমরা ১১টি বিষয়ে মাঠে নেমেছি। প্রতিদিন সন্ধা ৬ টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিনা কারনে কেহ রাস্তায় ঘোড়া-ফেরা না করার জন্য নগরবাশীর প্রতি তিনি আহবান জানান। এছাড়া সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দোকান খোলা রেখে বেচা-কেনা করতে পারবেন শারিরীক দুরুত্ব বজায় রাখারও আহবান জানান। পরে পুলিশ কমিশনারের নেতৃত্বে কয়েক শত পুলিশ সদস্য মোটর সাইকেল সহ বিভিন্ন গাড়ি নিয়ে নগরীর জুড়ে স্বাস্থ্য সচেতনতা র‌্যালি করেন। এসময় তারা বিশাল আকৃতির করোনার প্রতিকৃতি ডিসপ্লে অপরদিকে লগডাউনের প্রথম দিনে নগরের অধিকাংশ নগরবাশীর মুখে মাক্স পরিধান করছেন। কিন্ত তারা শারিরীক দুরুত্ব বজায় রেখে চলতে দেখা যায়নি। র‌্যালি পূর্বক অনুষ্ঠান সঞ্চলনা করেন কোতয়ালী মডেল থানা ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম পিপিএম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com