গজারিয়ায় জাটকা সংরক্ষন-২০২১” উপলক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালিত হয়,এতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন করার অপরাধে মৎস সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী তিন জনকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড ও একজনকে পাঁচ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয় এ সময় জব্দ করা হয় প্রায় ৪০০০(১০০ মণ)কেজি জাটকা মাছ। শনিবার সকাল ১০ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গজারিয়া নৌ-পুলিশ ও মৎস অফিসের সহযোগিতায় গজারিয়া উপজেলাধীন নয়ানগর সংলগ্ন মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা হয়। এ সময় অপরাধ সংঘটনে জড়িত ১. মোঃ সজিব(৩০) পিতা-মোঃ শাহীন ২. আলী আহাম্মদ(৬২) পিতা-আবু তাহের ৩. আতাউর(৩২), পিতা- নুর মোহাম্মদ বেপারী ৪. জুবায়ের(১৬), পিতা- শাহ আলম সর্বগ্রাম-ষাটনল, পোঃ বাবু বাজার, উপজেলাঃ মতলব উত্তর, জেলাঃ চাঁদপুর কে মোবাইল কোর্ট আইন-২০০৯এর ৬(১)ধারা মোতাবেক মৎস্য সংরক্ষন আইন ১৯৫০এর ৩ ধারায় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রলার ও ১০০মণ জাটকা জব্দ করা হয়।সেই সাথে অপরাধ স্বীকার করায় তাৎক্ষণিক ১৮৬০এর ১৮৮ধারায় দোষী সাবোস্থ করে ৩ জনকে ০১(এক) বছর বিনাশ্রম কারাদ- ও প্রাপ্ত বয়স্ক না হওয়ার জুবায়ের(১৬)কে ৫০০০/(পাঁচ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন।এছাড়াও আজ জোপ/ছোপ উচ্ছেদেও অভিযান পরিচালিত হয়। জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানা ও অস্বচ্ছল মানুষের মাঝে বিতরণ করে দেওয়া হয়। সার্বিক বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, জাটকা সংরক্ষনে ইতিমধ্যে বিভিন্ন অভিযানে জরিমানা করেও জাটকা নিধন রোধ করা যাচ্ছিল না তাই ইলিশ রক্ষায় এদের কারাদ- প্রদান করা হয়েছে,আশা করি এই পদক্ষেপের ফলে জাটকা ধরা রোধ করা সম্ভব হবে।