বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
১৫তম জাতীয় সিনিয়র ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতায় শাম্মী সুলতানার তিনটি অনন্য রেকর্ড জনপ্রশাসন সংস্কারে নাগরিকরা মতামত দিতে পারবেন যেভাবে প্রফেসর তরুণ কান্তি বড়–য়ার রেক্টর পদে যোগদান উপলক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা হাসিনার মতো ’৭১ সালে শেখ মুজিবও পালিয়ে ছিলেন: মির্জা ফখরুল মার্কিন নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৬ প্রার্থী আগামী ২৬ নভেম্বর শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা বজ্রপাতে মাঠেই মারা গেলেন ফুটবলার মার্কিন নির্বাচন : কার জয়ে বাংলাদেশের সাথে সম্পর্কে কী প্রভাব পড়বে? ৮ গোপন আটককেন্দ্রের সন্ধান আরও ২৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

পাকিস্তানের চাল রফতানি বৃদ্ধি পেয়েছে ১৩%

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

চলতি বছরের মার্চে পাকিস্তানের চালের রফতানি বাজার চাঙ্গা হয়ে উঠেছে। এ সময়ে দেশটির চাল রফতানির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ২১ শতাংশ বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।

পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে ২২ কোটি ২৫ লাখ ৯ হাজার ডলার মূল্যের ৩ লাখ ৮৫ হাজার ৮৭৮ টন চাল রফতানি করা হয়েছে। গত বছরের এ সময়ে রফতানির পরিমাণ ছিল ১৯ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ডলার মূল্যের ৩ লাখ ৭৫ হাজার ৪৮২ টন চাল।
এরই মধ্যে চলতি বছরের মার্চে দেশটি ৮৭ হাজার ৪১৩ টন বাসমতি চাল বিক্রি করে ৮ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ডলার আয় করেছে। গত বছরের একই সময়ে এ জাতের ৭৮ হাজার ৭৫৭ টন চাল বিক্রি করে পাকিস্তান ৭ কোটি ৪২ হাজার ডলার আয় করেছিল। পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর পর্যালোচনা বলছে, চলতি বছরের মার্চে ১৩ কোটি ৮৪ লাখ ৭৪ হাজার ডলারে ২ লাখ ৯৮ হাজার ৫৬৫ টনের বেশি অন্যান্য জাতের চাল রফতানি করা হয়েছে। গত বছরের একই সময়ে ২ লাখ ৯৬ হাজার ৭২৫ টন চাল রফতানি করা হয় ১২ কোটি ৬৪ লাখ ৯৫ হাজার ডলারে। চলতি বছরের মার্চে গত বছরের একই মাসের তুলনায় অন্যান্য জাতের চালের চেয়ে বাসমতি চাল উৎপাদন ৯ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে।
তবে চলতি অর্থবছরের নয় মাসের হিসাব অনুযায়ী, পাকিস্তানে এ খাদ্যপণ্য রফতানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ১১ শতাংশ কমেছে। ২০২০-২১ মৌসুমের জুলাই-মার্চ পর্যন্ত ১৫৬ কোটি ডলারে ২৮ লাখ ৮৫ হাজার ৩৮৮ টন চাল রফতানি করেছে দেশটি। আগের মৌসুমের একই সময়ে রফতানির পরিমাণ ছিল ৩১ লাখ ৪১ হাজার ৯৬১ টন, যার রফতানি মূল্য ছিল ১৫৯ কোটি ৫০ লাখ ডলার। পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, চলতি অর্থবছরের নয় মাসে দেশটির সব ধরনের খাদ্যপণ্য রফতানি অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে ১ দশমিক ৮৪ শতাংশ।
২০২০-২১ মৌসুমের জুলাই-মার্চ পর্যন্ত বিভিন্ন ধরনের খাদ্যপণ্য রফতানি হয়েছে ৩৩৩ কোটি ২০ লাখ ডলার। গত বছরের এ সময়ে এটি ছিল ৩৩৯ কোটি ৪০ লাখ ডলার। এদিকে দেশটির খাদ্যপণ্য আমদানি বেড়েছে। চলতি বছরের মার্চে খাদ্যপণ্য আমদানি ৯০ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। এ সময়ে ৭৭ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ডলারের খাদ্যপণ্য আমদানি করে পাকিস্তান। গত বছরের একই সময়ে আমদানি করা হয়েছিল ৪০ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার ডলারের খাদ্যপণ্য।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com