ময়মনসিংহের তারাকান্দায় নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত তারাকান্দা উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে আজ বুধবার নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে সাংবাদিকবৃন্দ নির্বাহী কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার ও যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন তারাকান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক, ভোরের কাগজ পত্রিকার সিনিয়ির সাংবাদিক প্রতিনিধি সাগর তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার,ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি শামীম হোসাইন,তথ্যধারা পত্রিকার প্রতিনিধি শহিদুল্লাহ খান, ভোরের অপেক্ষা পত্রিকার প্রতিনিধি আবু সাঈদ, দেশের খবর পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেন, আজকের খবর পত্রিকার প্রতিনিধি আল মামুন, ইকারা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি এম.এ.এস হুমায়ুন কবির, রোদেলা সকালের প্রতিনিধি রাজিব হোসেন প্রমূখ।