রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন

টেস্টে আফগানিস্তানের নিচে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২০

সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের আগে ছয় টেস্টের প্রতিটিতেই হেরেছিল বাংলাদেশ, এর মধ্যে ইনিংস ব্যবধানে হার পাঁচটিতেই। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টটা ইনিংস ব্যবধানে জিতলেও বোঝা যাচ্ছিল র‌্যাঙ্কিংয়ে ভরাডুবি হতে যাচ্ছে। তবে যতটা ভরাডুবি হলো সেটা হয়তো মানতে চাইবেন না অনেকেই! আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট র‌্যাঙ্কিংয়ে টেস্টের দশ দলের মধ্যে দশ নম্বরে নেমে গেছে বাংলাদেশ।

এতদিন দশে থাকা আফগানিস্তান উঠে বসেছে নয় নম্বর অবস্থানে। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তানের রেটিং পয়েন্ট ৫৭, আর বাংলাদেশের ৫৫। ২০১৮ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান এখন পর্যন্ত খেলেছে মাত্র ৪টি ম্যাচ। এর মধ্যে দু’টিতেই জিতেছে রশিদ খানরা। আফগানদের দুই জয়ের একটি বাংলাদেশের বিপক্ষে। গত বছরের সেপ্টেম্বরে চট্টগ্রামে টেস্টে নবীনদের বিপক্ষে ২২৪ রানে হেরেছিল বাংলাদেশ। যদিও টেস্ট অভিজ্ঞতায় আফগানিস্তানের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ১১৯ ম্যাচ খেলেছে টাইগাররা।

অন্যদিকে, টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও পরিবর্তন এসেছে। ভারতকে তিনে নামিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে বসেছে অ্যাশেজ জয়ী অস্ট্রেলিয়া। দুইয়ে নিউজিল্যান্ড।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সপ্তম স্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে অষ্টম স্থানে থাকা শ্রীলঙ্কার সঙ্গে পয়েন্টের ব্যবধান আরও কমে এসেছে। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮৮, শ্রীলঙ্কার ৮৫।

টি-টোয়েন্টিতে অবশ্য একধাপ উন্নতি হয়েছে। ভারতের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের একটিতে জেতা বাংলাদেশ আট নম্বরে উঠেছে। বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২৯, সাত নম্বরে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ২৩০। এদিকে, টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমকটা দেখেছে পাকিস্তান। শীর্ষে থাকা পাকিস্তান এক ধাক্কায় নেমে গেছে চার নম্বরে।

টেস্ট র‌্যাঙ্কিং
অস্ট্রেলিয়া (১১৬ রেটিং পয়েন্ট), নিউজিল্যান্ড (১১৫), ভারত (১১৪), ইংল্যান্ড (১০৫), শ্রীলঙ্কা (৯১), দক্ষিণ আফ্রিকা (৯০), পাকিস্তান (৮৬), ওয়েস্ট ইন্ডিজ (৭৯), আফগানিস্তান (৫৭) ও বাংলাদেশ (৫৫)।

ওয়ানডে র‌্যাঙ্কিং
ইংল্যান্ড (১২৭ রেটিং পয়েন্ট), ভারত (১১৯), নিউজিল্যান্ড (১১৬), দক্ষিণ আফ্রিকা (১০৮), অস্ট্রেলিয়া (১০৭), পাকিস্তান (১০২), বাংলাদেশ (৮৮), শ্রীলঙ্কা (৮৫), ওয়েস্ট ইন্ডিজ (৭৬) ও আফগানিস্তান (৫৫)।

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং
অস্ট্রেলিয়া (২৭৮ রেটিং পয়েন্ট), ইংল্যান্ড (২৬৮), ভারত (২৬৬), পাকিস্তান (২৬০), দক্ষিণ আফ্রিকা (২৫৮), নিউজিল্যান্ড (২৪২), শ্রীলঙ্কা (২৩০), বাংলাদেশ (২২৯), ওয়েস্ট ইন্ডিজ (২২৯) ও আফগানিস্তান (২২৮)।

এমআর




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com