বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

পিরোজপুরে টেন্ডার পাশ ১১টি কাটা হলো ২৫টি গাছ : ক্ষুব্ধ এলাকাবাসী

ইমাম হোসেন মাসুদ পিরোজপুর :
  • আপডেট সময় সোমবার, ৩১ মে, ২০২১

উপজেলা প্রশাসনের উদ্যোগে পিরোজপুরের ইন্দুরকানীর পাড়েরহাট ভূমি অফিস প্রাঙ্গনে কমপক্ষে ২৫ টি গাছ কেটে ফেলা হয়েছে। গাছগুলো কাটার পর সেগুলো পাড়েরহাটের একটি স’মিলে নিয়ে গত দুই দিন ধরে চেড়াই করা হয়েছে। ১১টি গাছের টেন্ডারের বিপরীতে প্রায় ২৫টি গাছ বেশি কাটা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, বিগত কয়েক দিন পূর্বে পাড়েরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মোঃ মহসীন হাওলাদার বর্তমানে সরকারের দখলে থাকা রাজবাড়ীতে অবস্থিত ভূমি অফিস প্রাঙ্গনের ৩০-৪০ বছর বয়সীসহ কমপক্ষে ২৫ টি গাছ কেটে সেগুলো স্থানীয় একটি স’মিলে নিয়ে যান। গাছগুলোকে চিহ্নিত করার জন্য প্রতিটির গায়ে টি লেখা রয়েছে। তবে মহসিন দাবী করেন তিনি টেন্ডারের মাধ্যমে ২২ হাজার টাকায় ৬টি গাছ কিনেছেন। এছাড়া ইউএনও’র নির্দেশে আরও ২ টি গাছ কাটা হয়েছে বলেও জানান তিনি। উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানায়ায, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পানগুচি নদীর পাড়ে গড়ে ওঠা ছৌলা বনে তৈরীকৃত একটি পার্কের ইন্নয়নের জন্য এ কাঠগুলো ব্যবহার করা হবে। এজন্য ইউএনও মেম্বর মহসিনের কাছ থকে পুনরায় গাছগুলো কিনেছেন বলে জানান মহসিন। এলাকাবাসীদের অভিযোগ, বিনা প্রয়োজনে পাড়েরহাট ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গনের গাছগুলো কাটা হয়েছে। আর এজন্য কোন টেন্ডার প্রক্রিয়ার বিষয়টি তাদের জানা নাই। তবে ইউএনও হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জানান, পাড়েরহাট ইউনিয়ন ভূমি অফিসের উন্নয়নের জন্য যথাযথ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ১১টি গাছ বিক্রি করা হয়েছে। তবে এর বেশি গাছ কাটার কোন সুযোগ নাই। এদিকে ব্রিটিশ শাসনামলে দক্ষিণাঞ্চলের কঁচা নদীর তীরবর্তী পিরোজপুরের ইন্দুরকানীর পাড়েরহাট বন্দরে গড়ে ওঠে ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী সূর্য প্রসন্ন বাজপেয়ি জমিদারবাড়ি সিমানার বিতর থেকে সরকারি কাজে গাছ কেটে নিয়ে যাওয়ার সময় জমিদারবাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছগুলো কাটা শেষে স্থাপনার উপর আছড়ে পরলে প্রাসাদের ২টি পিলার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিয়ষটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী । ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ আরো জানান, পাড়েরহাট ইউনিয়ন ভূমি অফিসের উন্নয়নের জন্য যথাযথ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে গাছ বিক্রি করা হয়েছে। গাছ কাটার ফলে জমিদার প্রাসাদের কোনো ক্ষতি হয়েছে কিনা তা আমার জানা নেই। এদিকে এলাকাবাসীর দাবি দ্রুতই সংস্কার করা হোক জমিদার বাড়িটির।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com