বাংলাদেশে বসবাসরত ৮০০০০ অসচ্ছল পরিবার এবং এফ ডি এম এন (ঋউগঘ) রোহিঙ্গাদের মাঝে খাদ্য সহায়তা প্রকল্প ২০২১ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের ১০০০ অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য বক্স বিতরণ করা হয়। অর্থায়ন করেছেন -কিং সালমান হিউমেনিরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার, ত্রান সামগ্রীর মধো ছিল-চাউল-১০ কেজি, ডাল-৭ কেজি, তেল-৩ কেজি, চিনি-৩ কেজি, লবন-১ কেজি ভাষা সৈনিক শাহ আব্দুর রাজ্জাক এমপির বাড়ি ও স্থানীয় শাহ ইছাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন। দাতা গোষ্ঠীয় প্রতিনিধি ডা. তোহার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, শেখ আলাবিন আলী আবুদাহ, শেখ মোহাম্মদ আরজানাতি, বাংলাদেশ সিইও ফরিদ উদ্দিন, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম, রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কৈকুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ হোসেন মিয়া, পীরগাছা প্রেসক্লাবের আহবায়ক শাহ কামাল ফারুক লাবু, কৈকুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ মোঃ শাহেদ ফারুক, দেবী চৌধুরাণী কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, উদীয়মান তরুণ সমাজ সেবক শাহ শারেখ খন্দকার জয় প্রমুখ।