ডাক বিভাগের মোবাইল ফোনে আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদের’ অন্তর্র্বতীকালীন অনুমোদনের মেয়াদ তিন মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত মঙ্গলবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে ডাক বিভাগকে দেওয়া চিঠিতে এ কথা জানানো হয়। এর ফলে এই অনুমোদনের মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বরে পর্যন্ত বাড়লো। এই সময়ের মধ্যে নগদকে বাংলাদেশ ব্যাংক থেকে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। এর আগে ডাক বিভাগের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে নগদকে পরিচালনার জন্য সরকারের দিক থেকে প্রক্রিয়াগত কার্যক্রম চললেও এ ক্ষেত্রে আইন সংশোধনসহ প্রধানমন্ত্রীর অনুমোদনের মতো দীর্ঘমেয়াদি বিষয় জড়িত। সে কারণে ‘নগদ’-এর সেবা পরিচালনা সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তির মেয়াদ ছয় মাস বাড়াতে আবেদন করেছিল ডাক অধিদফতর। এর আগে বাংলাদেশ ব্যাংক ‘নগদ’ পরিচালনার জন্য যে অন্তর্র্বতীকালীন অনুমোদন দেয়, তার মেয়াদ বুধবার (৩০ জুন) শেষ হবে।