ভারী বৃষ্টিপাতে জার্মানিতে সৃষ্ট বন্যায় অন্তত ৭০ জনের প্রাণহানি হয়েছে। অপরদিকে বন্যায় প্রতিবেশী বেলজিয়ামে ১১ জনের মৃত্যু হয়েছে। বন্যায় নেদারল্যান্ডও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে খবর জানায় ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। জার্মানির পশ্চিমাঞ্চলীয় উত্তর রাইন-ভেস্টফালিয়া প্রদেশের প্রধান আরমিন ল্যাশেট বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়াকে এই বৃষ্টিপাত ও বন্যার জন্য দায়ী করেন। দুর্যোগপূর্ণ এলাকা পরিদর্শন কালে তিনি বলেন, ‘এমন পরিস্থিতির মুখোমুখি আমরা বারবার হবো। সুতরাং আমাদের উচিৎ পরিবেশ সুরক্ষার ব্যবস্থাপনা জোরদার করা কেননা আবহাওয়ার পরিবর্তন একটি রাষ্ট্রেই সীমাবদ্ধ নয়।’ এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে থাকা জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যাকে ‘বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেন। তিনি আরো জানান, বন্যায় প্রাণ হারানো মানুষের জন্য তিনি শোকাগ্রস্ত। গত বুধবার থেকেই জার্মানির পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সৃষ্টি হয়েছে। বন্যায় আটকে পড়া বাসিন্দাদের সহায়তার জন্য শত শত সৈন্য ও পুলিশের সাথে সাথে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। বন্যার কারণে জার্মানির পশ্চিমাঞ্চরের স্কুল ও অফিস-আদালত বন্ধ রয়েছে। এছাড়া বেশ কিছু জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অপরদিকে বন্যায় প্রতিবেশী বেলজিয়ামও বিপর্যস্ত। বন্যার কারণে দেশটির তৃতীয় বৃহত্তম নগরী লিজের বাসিন্দাদের সরিয়ে নিতে ইতোমধ্যেই আদেশ জারি করেছে কর্তৃপক্ষ। এদিকে বন্যায় নেদারল্যান্ডে এখনো কোনো প্রাণহানীর ঘটনা না ঘটলেও মাজ নদীর তীরবর্তী শহর ও গ্রামের হাজার হাজার বাসিন্দা তাদেরকে শিগগির সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র : বিবিসি