শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ২২ জন

চট্টগ্রাম প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৬ মে, ২০২০

চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় শ্রীলঙ্কান এক নাগরিক আক্রান্ত হয়েছেন। এছাড়া সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা, কনস্টেবল ও তিনজন কোস্টগার্ড সদস্যসহ নতুন করে আরও ২২ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সঙ্গে পুরনো এক রোগীর নমুনা দ্বিতীয়বার পরীক্ষাতে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

বুধবার চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১২২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়। আক্রান্ত শ্রীলঙ্কান নাগরিক চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত। তিনি নগরীর দক্ষিণ খুলশী এলাকায় বসবাস করেন।

বুধবার পর্যন্ত চট্টগ্রামে ১২৯ জন করোনায় আক্রান্ত হন। এর মধ্যে পাঁচ জন অন্য জেলার। মারা যান ৯ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সিভাসু’র ল্যাবে নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ১৪ জন, নোয়াখালী জেলার দুইজন, ফেনী জেলার একজন, রাঙামাটি জেলার চারজন এবং লক্ষ্মীপুর জেলার একজন শনাক্ত হয়।’

তিনি বলেন, ‘আক্রান্তদের মধ্যে কোস্টগার্ডের তিন সদস্যও আছেন। ১১ দিন আগে কোস্টগার্ডের এক সদস্য করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তাকে রক্ত দেওয়ার জন্য এই তিনজনকে নির্ধারণ করা হয়েছিল। রক্ত দেওয়ার আগে তিন জনের নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। পরীক্ষায় তিন জনেরই করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের আইসোলেশনে রাখা হয়েছে।’

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আবু বক্কর সিদ্দিক বলেন, পুলিশের দুইজন আক্রান্ত হন। একজন সিএমপির একটি ইউনিটের সহকারী পুলিশ কমিশনার, অপরজন ট্রাফিক বিভাগের উত্তর জোনে কর্মরত কনস্টেবল। তিনি দামপাড়া পুলিশ লাইনে ট্রাফিক ব্যারাকে থাকেন। দু’জনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘দক্ষিণ খুলশীর একটি বাড়িতে শ্রীলঙ্কান একজন নাগরিক আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। বাড়িটি লকডাউন করা হয়েছে। তিনি আগে থেকেই হোম কোয়ারেন্টাইনে আছেন।’

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com