তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু শির দাড়ায়….. এই প্রতিপাদ্য নিয়ে সম্পত্তি সময়ে খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে অব্যাহত সংক্ষালঘু নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে মুক্ত মনা লেখক – সাংবাদিক শিল্পি শিক্ষকবৃন্দ, বরিশাল। (১০) আগস্ট বৈরী আবহাওয়া বৃষ্টির মধ্যে নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালিত হয়। মুক্ত মনা লেখক কাজল রায়ের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক উম্মেশ রায়, অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যাপক দুলাল মজুমদার, ডাঃ মনিষা চক্রবর্তী, সাংবাদিক সৈয়দ মেহিদী হাসান, এ্যাড, একে আজাদ, সাংবাদিক অপূর্ব অপু, লিটু দত্ত, ববি শিক্ষার্থী রাকিব প্রমুখ। এসময় তারা বলেন প্রতিবারেই রাষ্ট্রিয় পৃষ্টপোষকতায় এসকল সংলঘুকারীদের উপর হামলাকারীরা রক্ষা পেয়ে যাচ্ছে। এদের কখনো বিচারের মুখামুখি করা হয় না। অভিলম্বে হামলাকারীদের গ্রেফতার করা সহ উক্ত এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ইনচার্জ (ওসি) প্রত্যাহার করা সহ রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক করার দাবী জানান।