বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

সারাদেশের ন্যায় মৌলভীবাজারেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে ৫ ফেব্রুয়ারী বুধবার। দিবসটি উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা সরকারী গণগ্রন্থাগার মৌলভীবাজার’র আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ’র সভাপতিত্বে ও জেলা সরকারী গণগ্রন্থাগার মৌলভীবাজার’র জুনিয়র গ্রন্থাগারিক পরিমল শর্মার সঞ্চালনায় গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার, এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, জেলা সরকারী গণগ্রন্থাগার মৌলভীবাজার’র গ্রন্থাগারিক আফরোজা আক্তার, দি ফ্লাওয়ার্স কে.জি. এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ মোকাম্মেল আলী (মুন্না) প্রমুখ। আলোচনা সভা শেষে বইপাঠ, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com