বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

ফটিকছড়িতে আগুনে দোকান ও কৃষকের ঘর পুড়ে ছাই! ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর কাজিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকা-ে ১১টি ব্যবসা প্রতিষ্টান পুড়ে ভষ্মিভুত হয়ে গেছে। বুধবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অন্যদিকে মঙ্গলবার মধ্যরাতে লেলাং ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম দমদমা এলাকায় মো. ইদ্রিস নামে এক কৃষকের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কাজিরহাট বাজারের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক এক কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার কামাল উদ্দিন চৌধুরী জানান, ‘দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের লেলিহান শিখায় রঞ্জিতের মিষ্টির দোকান, আবু সওদাগরের চাউলের দোকান, তসলিমের কুকারিজ দোকান, আলমগীরের গাছের দোকান, তসলিমের বেডিং দোকান, আনসারের হোটেল ও চা দোকান, আব্বাসের ওয়ার্কশপের দোকান, আব্বাসের পান দোকান, তাহেরের স্টিলের দোকান, সেলিমের বিসমিল্লাহ হোটেল ও নুরুল ইসলামের ওয়ার্কশপের দোকান ভস্মিভূত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com