বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

আওয়ামী দু:শাসনের আমলে গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে গণঅধিকার পরিষদ। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন শেষে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। গন অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে এ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম। মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটলেও এখনো অপরাধীরা আইনের আওতায় আসেনি। আমরা এই হত্যাযজ্ঞের বিচার চাই। যদি সরকার দ্রুত ব্যবস্থা না নেয়, তবে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”এ দাবি বাস্তবায়িত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে তারা পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com