রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় আরও ১০ জন শনাক্ত

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২০

করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা হু হু করে যেনো বেড়ে যাচ্ছে রাজশাহী বিভাগজুড়ে। গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা না বাড়লেও বাড়েনি সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা। এ পর্যন্ত বিভাগজুড়ে করোনা সংক্রমণ ধরা পড়েছে ১৮৫ জনের।

শুক্রবার (৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসেবে, সবচেয়ে বেশি ৬০ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে নওগাঁয়। বিভাগে করোনার হটস্পট হয়ে ওঠা এই জেলায় গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে সাতজনের। এর আগের ২৪ ঘন্টায় এই জেলায় করোনা ধরা পড়ে চারজনের। প্রায় প্রতিদিনই এই জেলায় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত্রের সংখ্যা।

সংক্রমণ বাড়ছে পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জেও। গত ২৪ ঘণ্টায় এই জেলায় আরও তিনজনের করোনা ধরা পড়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ৯ জনের করোনা ধরা পড়ে। সব মিলিয়ে এ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ জন।

বিভাগে যে দুজন করোনায় মারা গেছেন তাদের একজন রাজশাহীর। করোনায় মারা যাওয়া অন্যজন নাটোরের বাসিন্দা।

রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে জানিয়ে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com