প্রধান বিরোধী দল হলেও অনেকটা নিষ্ক্রিয়, প্রাণহীন জাতীয় পার্টি। কেন্দ্রীয় কয়েকটি কর্মসূচীর বাইরে তেমন কোন কাজে সক্রিয় দেখা যায়না দলটিকে। সেই নির্জীব, নিস্প্রাণ দলটির ভেতরে কেন্দ্রীয় ও নিজ নির্বানী এলাকায় প্রাণ ফিরাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জাতীয় পার্টি নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের কর্ণধার, কেন্দ্রীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, নরসিংদী জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ নেওয়াজ আলী ভূঁইয়া। পরিশ্রমী ও ত্যাগী এই নেতা সম্প্রতি দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের কর্তৃক কেন্দ্রীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক নিযুক্ত হয়েছেন। দায়িত্ব নিয়েছেন নিজ আসনসহ জেলা জাতীয় পার্টির গতিশীলতা বৃদ্ধির জন্য। লকডাউন ও করোনাকালীন স্থিতিশীলতার পরবর্তীকালে একের পর এক কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির নেতা-কর্মীদের নিয়ে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে পরবর্তী করণীয়, প্রধান বিরোধী দল হিসেবে জাতীয় ও স্থানীয় কার্যক্রম পরিচালনায় নেতা-কর্মীদের দায়িত্ব, কর্তব্য ও ভূমিকা কি সে সম্পর্কে সকলকে সচেতন করছেন। দলটির বেলাব উপজেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পন্নি বলেন, নিবেদিতপ্রাণ নেতা মোঃ নেওয়াজ আলী ভূঁইয়ার মাধ্যমে উপজেলা জাতীয় পার্টি এখন সংগঠিত। সঠিক ভোট হলে এ আসন জাতীয় পার্টির হবে এবং নেওয়াজ ভাই আমাদের এমপি হবে। মোঃ নেওয়াজ আলী ভূঁইয়া দলের জন্য আপ্রাণ এ প্রচেষ্টায় প্রাণবন্ত হয়েছে উপজেলা জাতীয় পার্টি এমনটাই মনে করেন দলটির উপজেলা সভাপতি আক্কাস আলী। মোঃ নেওয়াজ আলী ভূঁইয়া বলেন, আমি হুসেইন মুহম্মদ এরশাদ থেকে আকও প্রিয় দলটিকে এগিয়ে নিতে চেষ্টা করছি। আমার নেতাকর্মীদের প্রতি আহবান রইলো প্রধান বিরোধী দল হিসেবে আমরা সক্রিয় হয়ে দেশের মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করবো।