বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায় নির্মিত ‘আঘাত’

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

অস্ট্রেলিয়ায় শুটিং হয়েছে বাংলা ওয়েব সিরিজ ‘আঘাত’-এর। এটি নির্মাণ করেছেন অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি জায়েদ রিজওয়ান। গল্পটি অস্ট্রেলিয়ানির্ভর। তাই সেখানেই শুটিং। অবশেষে এটি মুক্তি পাচ্ছে ভারতীয় প্ল্যাটফর্মে। সিরিজটিতে অভিনয় করেছেন বাংলাদেশ ও ভারতের একঝাঁক অভিনয়শিল্পী। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের ইরফান সাজ্জাদ, বিপাশা কবির, দীপালি আক্তার তানিয়া ও অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি রুপন্তী। কলকাতা থেকে ছিলেন রণজয় বিষ্ণু। ওটিটি প্ল্যাটফর্ম ওয়াচোতে ৩০ সেপ্টেম্বর প্রচার শুরু হবে ‘আঘাত’ সিরিজটি। মাস পাঁচেক পর দেখা যাবে জি ফাইভেও। পরিচালক রিজওয়ান জানান, ওয়াচো জি ফাইভেরই একটি অঙ্গপ্রতিষ্ঠান। এটি ওয়াচো অরিজিনাল সিরিজ। সাধারণত ওয়াচো অরিজিনাল সিরিজ হলে কয়েক মাস পর জি ফাইভে মুক্তি দেওয়া হয়। রিজওয়ানের ‘আয়ত্তি’ নামে আরও একটি ওয়েব সিরিজ প্রচার হবে ভারতীয় ওটিটি প্লাটফর্ম ‘গেমপ্লেক্স’-এ। আগামী মাসে মুক্তি পাবে সিরিজটি।
‘আঘাত’ পাঁচ পর্বের একটা অ্যাকশন থ্রিলার ওয়েব সিরিজ। পরিচালক রিজওয়ান অ্যাকশন ফিল্ম বানানোয় সিদ্ধহস্ত। অস্ট্রেলিয়ায় সিনেমা নির্মাণের ওপর পড়াশোনা করেছেন। সেখানে তার মেজর ছিল অ্যাকশন ফিল্ম। অস্ট্রেলিয়ায় একটা সময় নাম্বার ওয়ান টিভি সিরিজ ছিল ‘আন্ডারবেলি’। ওই সিরিজের সহকারী হিসেবে কাজ করেছেন। এরপর আরও বেশ কিছু টিভি সিরিজে সহকারী হিসেবে কাজ করেছেন। গত কয়েক বছরে অস্ট্রেলিয়ায় নির্মিত হলিউডের বেশ কিছু ছবির ট্রেইনি ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন এই বাংলাদেশি। সেই সাহসকে পূঁজি করেই এবার তিনি নির্মাতা। তার ভাষ্যে, ‘আঘাত’ গল্পটা টেররিজম নিয়ে। বিশ্বের বিভিন্ন জায়গায় স্লিপার সেল (জঙ্গিদের গুপ্ত দল) তৈরি করে জঙ্গি সংগঠনগুলো। গল্পে দেখা যাবে কিছু অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি ও ভারতীয়রা স্লিপার সেলে যুক্ত হয়েছে। এই সেলটাকে খুঁজে বের করতে বাংলাদেশিই একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়। প্রথম অভিযানে একজন নারীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তাঁর সূত্রে পাওয়া যায় জঙ্গিদের গোপন নকশা। সিরিজটির স্ক্রিপ্ট লিখেছেন তাহসান শুভ। তিনি চরিত্রগুলো নিয়ে বলেন, ‘এই ওয়েব সিরিজে রুপন্তীর চরিত্রটা বিধ্বংসী। এক দেশের নাগরিক অন্য দেশের আইডোলজি কীভাবে নিজের মধ্যে ধারণ করে, সেটাই দেখানোর চেষ্টা হয়েছে চরিত্রটায়। বিপাশা কবির আইটেম গানে জনপ্রিয় হলেও এখানে তাকে ভিন্নভাবে দেখা যাবে। জায়েদ ভাই আর আমি গল্প নিয়ে যখন আলাপ করছিলাম, তখনই তিনি বলেছেন, তাকে যেভাবে মানুষ দেখে আসছে, তার থেকে সম্পূর্ণ ভিন্নভাবে ভাবতে। তিনি তার চরিত্রের প্রতি সুবিচারই করেছেন।’
পরিচালক রিজওয়ান যোগ করেন, ‘সাজ্জাদ, দীপালি, রণজয় অনেকটা গল্পের নিউক্লিয়াসের মতো। গল্পের প্রভাবে তিনজনকে এক লাইনেই দেখতে পাওয়া যাবে। যেমন সাজ্জাদ আইটি এক্সপার্ট, যে কিনা মুসলিম হওয়ার কারণে হেনস্তার শিকার হয়। দীপালি একজন সাইকোলজিস্ট। যে কিনা টেররিজমে সাসপেক্টদের নিয়ে ইনভেস্টিগেট করে, কেন তারা টেররিস্ট হয়, কে তাদের প্রভাবিত করে। ধর্মই জঙ্গিবাদের মূল বিষয় নয়, অন্য আরও অনেক কারণেও জঙ্গিবাদের জন্ম হয়–গল্পের মূল বিষয়টা অনেকটা এ রকম।’
সিরিজটির টাইটেল সং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন নাভিদ পারভেজ। দুটি গানের সুর ও সংগীত করেছেন কিশোর দাস। গান গেয়েছেন পান্থ কানাই, রাজ বর্মন, পারভেজ, কিশোর দাশ ও ন্যানসী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com