বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

তারাও যেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

সারা বিশ্বে একজন মানুষের মতো দেখতে মোট সাতজন মানুষ আছেÍএ কথা অনেকেই বলে থাকেন! এবার তারই প্রমাণ পাওয়া গেলো। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। এ অভিনেত্রীর মতো আরো ছয়জন নারীর দেখা মিলেছে। যারা ভারতসহ বিভিন্ন দেশের নাগরিক। আর এই সন্ধান মিলেছে ইনস্টাগ্রামের বদৌলতে। আর এসব ছবি নিয়ে ইন্টারনেটে চলছে তুমুল আলোচনা। এই ছয় নারীকে নিয়ে এই প্রতিবেদন।
স্নেহা উল্লাল: ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে যখন সালমান খানের প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হয়, তখন স্নেহা উল্লালকে বলিউডে নিয়ে আসেন সালমান খান। এই অভিনেত্রী বলিউডে পা রাখার পর অনেকে তার মধ্যে ঐশ্বরিয়ার লুক খুঁজে পান। ‘লাকি’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন স্নেহা। যদিও বলিউডে সেভাবে দর্শকদের মন মজাতে পারেননি স্নেহা। পরবর্তীতে দক্ষিণের ‘নেনুন মেকু তেলুসা’ সিনেমায় অভিনয় করেন স্নেহা। তারপর অনেক দক্ষিণী সিনেমায় অভিনয় করলেও সেভাবে ক্যারিয়ারে উত্থান দেখেননি এই অভিনেত্রী।
মাহালাঘা জাবেরি: ইরানি-আমেরিকান লেখিকা মাহালাঘা জাবেরিকেও দেখতে ঐশ্বরিয়ার মতোই মনে হয়। অনেকে ঐশ্বরিয়ার সঙ্গে তাকে তুলনা করেন। মার্কিন ইনফ্লুয়েন্সার হিসেবে খ্যাতনামা মাহালাঘা পেশায় একজন মডেল। তার চোখের দীপ্তিতে অনেকেই ঐশ্বরিয়াকে খুঁজে পেয়েছেন। ফলে নেটদুনিয়ায় মাহালাঘার ছবি দারুণ ঝড় তুলেছে।
মানসী নায়েক: ভারতের মারাঠি অভিনেত্রী মানসী নায়েক। তাকে দেখতে হুবহু ঐশ্বরিয়া বলেই মনে হয়। নেটিজেনরা অন্তত তাই বলছেন। এক সময় ইনস্টাগ্রাম সেনসেশন হয়ে ওঠা মানসীর বয়স বর্তমানে ৩৪ বছর। মারাঠি তারকা মানসী ‘তিনবাক্য ফজিতি আইকা’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। যা মন জয় করেছে অসংখ্য দর্শকের। আম্মানা ইমরান: পাকিস্তানের ব্লগার আম্মানা ইমরান। তার ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। একটি ছবিতে একেবারে হুবহু ঐশ্বরিয়া রাইয়ের মতো লাগছে তাকে। ইন্টারনেটের বদৌলতে আম্মানা রাতারাতি তারকা খ্যাতি পেয়ে গেছেন। ২৬ বছর বয়সী আম্মানা চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রি অর্জন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তিনি টিকটকার হিসেবেও কাজ করেন। ঐশ্বরিয়া অভিনীত ‘দেবদাস’, ‘উমরাও জান’, ‘মহাব্বতে’ সিনেমার দারুণ ভক্ত আম্মানা।
আমুজ অমৃতা: ঐশ্বরিয়া রাই অভিনীত সিনেমা ‘ইরুভর’। এই সিনেমার একটি দৃশ্যের সঙ্গে মিল রেখে একটি ফটোশুটে নিজেকে তুলে ধরেন আমুজ অমৃতা। আর এ ছবি ঝড় তুলেছে নেটদুনিয়ায়। ‘ইরুভর’ সিনেমায় ঐশ্বরিয়া যেভাবে নিজেকে সাজিয়েছিলেন একইভাবে এই ফটোশুটের ছবিতে আমুজকে পাওয়া যায়। এরপর টিকটক আর ইনস্টাগ্রামে সাড়া ফেলেন তিনি।
আশিতা রাঠোর: স¤প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া আশিতা রাঠোরের ছবি দেখে ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা করেন নেটিজেনরা। ভারতের ইন্দোরের মেয়ে আশিতা। তার রূপে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com