দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন, মোবাইল ফোনের নেশা নয় শিশুদের জ্ঞান বুদ্ধির খেলনায় আসক্ত করতে হবে। অত্যাধুনিক মানসম্মত পুতুল ও খেলনার জন্য এখন ঢাকা বা বিদেশে যেতে হবে না। দিনাজপুরবাসীর চাহিদা মেটাতে মডার্ণ মোড়ে টয় কিংডম দোকানে সব ধরনের খেলনা পাবে ছোট সোনামনিরা। ১০ অক্টোবর রোববার দিনাজপর শহরের মডার্ণ মোড় সংলগ্ন টয় কিংডম দোকানের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। টয় কিংডম দোকানের স্বত্ত্বাধিকারী শুভ ঘোষ বলেন, দিনাজপুরের শিশুদের চাহিদামত আমি অত্যাধুনিক খেলনা দোকানে রেখেছি। যা শুধু খেলনা হিসেবে ব্যবহার হবে না, হবে জ্ঞান বুদ্ধির চর্চায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন শুভ ঘোষ এর পিতা সঞ্জয় ঘোষ, দৈনিক সৃজনী পত্রিকার নির্বাহী সম্পাদক মমিনুল হাসান মমিন, শহর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ সোহরাব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন টয় কিংডম দোকানের পরিচালক দিলশাদ সাকিব জন। প্রথম গ্রাহক হিসেবে বোচাগঞ্জ উপজেলার ৮ বছরের শিশু রওনক গুপ্ত একটি চার্জার মিনি মটরসাইকেল ক্রয় করেন।