সিলেট বিভাগে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ জন। বুধবার (১৩ মে) রাতে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার আইইডিসিআরের ল্যাব থেকে তাদের শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান- সিলেটের ল্যাবে বুধবার ৯৪ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের সবাই বিভাগের চার জেলার বাসিন্দা।
এদিকে সিলেটে পরীক্ষার জন্য অপেক্ষায় থাকা ৩৯৭টি নমুনা মঙ্গলবার ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার ২২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে একদিনে সিলেট বিভাগে ৩০ জন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
এ নিয়ে সিলেট বিভাগে বুধবার রাত পর্যন্ত ৩৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি গেছেন ৩৮ জন ও মারা গেছেন ৬ জন।
এমআর/প্রিন্স