রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন

ফেনীতে আরও ৭ জনের করোনা শনাক্ত

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

ফেনীর এক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তার পরিবারের ৪ সদস্যসহ গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, আক্রান্তদের মধ্যে ৬জন ছাগলনাইয়া উপজেলার ও ১জন ফেনী সদর উপজেলার। এনিয়ে ফেনীতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬ জনে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, তার স্ত্রী, এক ছেলে ও ৭ বছর বয়সের এক মেয়ে শিশু রয়েছে। একজন ছাগলনাইয়ার গোপাল ইউনিয়নের বাসিন্দা। অপরজন ফেনী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী। তার বাড়ি শহরের সুলতানপুরে।

ফেনী স্বাস্থ্য বিভাগের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, আক্রান্তদের মধ্যে ২জন পুরুষ এবং এক কন্যা শিশুসহ ৫জন নারী। বুধবার পর্যন্ত ফেনীতে করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৮৯ জনের। ফলাফল পাওয়া গেছে ৫৭৩ জনের। এই পর্যন্ত মোট ৩জন সুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলার ৯জন, দাগনভ‚ঞার ৫জন, ফুলগাজীর ২জন, ছাগলনাইয়ার ৭জন, সোনাগাজীর ২জন ও অনান্য ১জন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com