জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম এর জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচরস্থ স্যাভেন হ্যাভেন রেস্টুরেন্টে উপজেলা আওয়ামীলীগ উদ্যোগে এই দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ মহসিন চৌধুরী। উপজেলা আওয়ামীলীগ এর সাঃসম্পাদক, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আমিরুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি নাসির উদ্দীন মিয়াজী,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ভূইয়া, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব নাজমুল হোসেন, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি/সাঃসম্পাদকদের টেঙ্গারচর ইউনিয়নে আওয়ামীলীগে সভাপতি বোরহান উদ্দিন দেওয়ান,সাবেক জেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি আজিজুল হক পার্থসহ উপজেলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ। অপরদিকে সকাল ১০টায় গজারিয়া উপজেলার উপজেলা পরিষদে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শ্রেখ রাসেল এর ৫৮তম জন্ম বার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে সকালে উপজেলা শহীদ মিনারে শেখ রাসেল এর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পন ও গজারিয়া উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করে গজারিয়া উপজেলা প্রশাসন। উক্ত অনুষ্ঠানে শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে গজারিয়া সহকারী কমিশনার ভূমি সৈয়দা ইয়াসমিন সুলতানা, গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দীন সহ উপজেলার বিভিন্ন দপ্তর এর কর্মকর্তা প্রমুখ। গজারিয়া উপজেলা বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়। কুইজ প্রতিযোগীতায় ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এমিকা আক্তার প্রথম স্থান অধিকার করে, তৃতীয় স্থান অধিকার করে ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান।