সৌদি আরবে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩৯ জন। ফলে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৬ হাজার ৮৬৯ জন। একই সময় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৮৩ জন। আর একদিনে সুস্থ হয়েছেন এক হাজার ৪২৯ জন। মোট সুস্থ ১৯ হাজার ৫১ জন।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি বন্দরনগরী জেদ্দায় ৪৮২ জন। রিয়াদে ৪৭৮ জন, মক্কা মুকাররমা ৩৫৬ জন, মদিনা মুনাওয়ারায় ২৪৭ জন, হুফুফে ৯৩ জন, দাম্মামে ৯৩ জন, তাইফে ৬৮ জন, ইয়ানবুতে ২৭ জন, কাতিফে ২১ জন, ছারইবানে ১৩ জন, মাহাইল আসিরে ১১ জন, সাফওয়ায় ১১ জন, দিরিয়াহ ১১ জন, কুনফুথায় ১০ জন, ছাদিকে ১০ জন, খোবারে ৯ জন, ওয়াদি আদাওসিরে ৮ জন, বেইশে ৭ জন, বিশাহে ৬ জন, কারাহতে ৬ জন, আল মুযাইলিফে ৬ জন, আল রেইনে ৬ জন, জুবাইলে ৫ জন, রাস তাননুরায় ৫ জন, আল জাফরে ৪ জন, ওয়াদি আল ফারাহায় ৪ জন, খামিস মুশাইতে ৩ জন রয়েছেন।
এমআর/প্রিন্স