ফের বাড়লো করোনাভাইরাসের প্রকোপ। গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ হাজার ৪১ জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৮ হাজার। আক্রান্ত ৪৬ লাখ ২৮ হাজারের বেশি। নতুন আরও প্রায় এক লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে।
শুধু যুক্তরাষ্ট্রেই একদিনে মৃত্যু হয়েছে দেড় হাজারের বেশি মানুষের। নমুনা পরীক্ষায় আরও ২৬ হাজার মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯।
বর্তমান হটস্পট- ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ শতাধিক মানুষ মারা গেছে। শনাক্ত হয়েছে ১৫ হাজারের বেশি রোগী।
এদিকে, প্রেসিডেন্টের সঙ্গে দ্বন্দ্বের জেরে এক মাসের মধ্যে আরও একজন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছে দেশটিতে।
তাছাড়া, রাশিয়ায় প্রাণহানি তুলনামূলক কম থাকলেও, হু হু করে বাড়ছে সংক্রমণ। একদিনেই, নতুনভাবে সাড়ে ১০ হাজার মানুষের শরীরে মিলেছে ভাইরাসটি।
তবে ইউরোপের দেশগুলোয় বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি।
এমআর/প্রিন্স