দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বাগেরহাটের আয়োজনে ২০ মে , সোমবার যদুনাথ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা কর্মকর্তা এস, এম, ছায়েদুর রহমান এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মানিক মাহামুদ এর সভাপতিত্বে খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিফনউদ্দিন রাখী, দুদক বাগেরহাটের সহকারী পরিচালক আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোর্শেদ , যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল , দুদকের উপ সহকারী পরিচালক সমীরণ কুমার মন্ডল, মোঃ সজীব আহমেদ, উপজেলা একাডেমি সুপারভাইজার এস,এম,হিশামুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সেখ সাকির হোসেন, সদস্য মুখার্জি রবীন্দ্রনাথ, ফিরোজা নাসরিন ডলি, শেখ শওকত আলী আশরাফী, ইনজামামুল হক, সুমন দাস, অন্যান্য সদস্যবৃন্দ, টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর শেখ বশির আহম্মেদ, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বাগেরহাট এর সাধারণ সম্পাদক আবিদা সুলতানা, উপদেষ্টা এস কে হাসিব, সদস্য মাহবুবুর রহমান সুজন, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষকবৃন্দ ও ১০ টি প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতায বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয় রানার-আপ হয়। রচনা প্রতিযোগিতায় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রনব গাঙ্গুলি ১ম, বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের মোহনা মাহি সোনালী ২য় ,আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ঐশী ৩ য় এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আদর্শ বিদ্যালয়ের অদ্বিতীয়া দাস পৃথা ১ম, জিকরা সিদ্দিকা ২য় এবং বাগেরহাট বহুমুখী কলেজিয়েটের আমেনা আক্তার স্বর্ণা ৩য় স্থান অর্জন করে।
প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতারণ করেন।