দেশের প্রান্তিক দূর্গম এলাকার সল্প আয় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দূর্যোগব্যবস্থাপনা, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সহ জরুরী স্বাস্থ্য সেবা প্রদানএর লক্ষে-কমিউনিট ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এর সার্বিক সহযোগিতায় এবং আন্তজার্তিক সংস্থা এশিয়া পেশিফিক এলাইন্স ও ঢাকা কমিউনিটি হেলথ ট্রাস্ট্রের সার্বিক সহযোগিতায় গলাচিপা উপজেলা পরিষদ হল রুমে বুধবার এক সেমিনার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জননেতা মু: শাহিন শাহ। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মো: ওলিউল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি অফিসার আরজু আক্তার, মাধ্য শিক্ষা অফিসার মো: গোলাম মস্তফা, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, পল্লী উন্নায়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, সমবায় অফিসার মোঃ কামরুল ইসলাম ও প্রেস ক্লাব সভাপতি মু: খালিদ হোসের মিলটন। পাবলিক প্রাইভেট পার্টারনশিপ সেমিনারে সিআইএস সংস্থার প্রকল্প কর্মকর্তা ও সঞ্চালক মোঃ সাহেব আলী, প্রশাসনিক কর্মকর্তা শ্রীকৃষ্ণ হাওলাদার, গলাচিপা প্রকল্প কর্মকর্তা নিপম বর্মা ও প্যারাে মেডিক সাগর হোসেন প্রমূখ। সেমিনারে উপজেলার সকল এনজিও সমাজসেবক কর্মিরা অংশনেয়। সেমিনারের পূর্বে উপজেলা মাসিক এনজিও সভা অনুষ্ঠিত হয়। সভায় সিডিএইচসি নির্বাহি পরিচালক রমেশ চন্দ্র শীল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজস সেবা অফিসার মোঃ ওলিউল ইসলাম। এছারা উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আ: মান্নান। সভায় উন্নয়ন বিষয় নান শিংধান্ত নেওয়া হয়।