বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

যশোর জেলা বিএনপির গণসমাবেশ ২২ ডিসেম্বরের

এম. আইউব যশোর:
  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

যশোর জেলা বিএনপির আগামী ২২ ডিসেম্বরের গণসমাবেশে ৫০ হাজার মানুষের উপস্থিতির টার্গেট করা হয়েছে। খুলনা বিভাগের একমাত্র সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হবেন বলে আশা করছেন আয়োজকরা। সোমবার বিকেলে প্রেসক্লাব যশোরে আয়োজিত প্রেসব্রিফিংয়ে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন। তারা যশোরের মানুষের সেন্টিমেন্ট বুঝে গণসমাবেশে সহযোগিতা করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণসমাবেশের আয়োজন করা হচ্ছে বলে প্রেসব্রিফিংয়ে জানানো হয়েছে। দীর্ঘদিন পরে যশোরে বৃহৎ এ কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। বিএনপি নেতারা জানান, স্মরণকালের সর্ববৃহৎ গণসমাবেশ করতে তারা প্রশাসনের কাছে তিনটি জায়গার যেকোনো একটি দাবি করেছেন। এই তিনটি স্থান হচ্ছে, ঈদগাহ ময়দান, টাউনহল ময়দান ও উপশহর ডিগ্রি কলেজ মাঠ। এই তিনটির যেকোনো একটি দিলেই গণসমাবেশ সফল হবে বলে মনে করছেন নেতৃবৃন্দ। বিএনপি নেতারা বলেন, তারা কোনো হটকারী রাজনীতি করেন না। কোনোদিন শক্তি প্রয়োগও করেননি। গণসমাবেশে কোনো রকম বিশৃঙ্খলা হবে না। এসব বিষয় উল্লেখ করে বাস্তব অবস্থা এবং যশোরের মানুষের সেন্টিমেন্ট বুঝে প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে বলে মনে করছেন বিএনপি নেতৃবৃন্দ। কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী তিন ধাপে সমাবেশ অনুষ্ঠিত হবে ৩২ টি জেলায়। এরমধ্যে প্রথম ধাপে খুলনা বিভাগের একমাত্র সমাবেশ হচ্ছে যশোরে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মির্জা আব্বাস। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় নেতা মশিউর রহমান। গণসমাবেশ সফল করতে সাতটি উপকমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। গণসমাবেশ করার জন্য যশোরের বর্তমান সময়ের জ্যেষ্ঠ রাজনীতিক জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে নেতারা জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত পুলিশসুপারের সাথে সাক্ষাৎ করে সব ধরনের সহযোগিতার দাবি জানিয়েছেন। কর্মকর্তাদের সাথে বিএনপি নেতাদের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তারা। প্রেসব্রিফিংয়ে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মফিকুল হাসান তৃপ্তি, জাফর সাদিক, আব্দুস সালাম আজাদ, আনিছুর রহমান মুকুল, শরফুদ্দৌলা ছটলু, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সদস্য সচিব মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব কাজী আজম ও মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদ ইকবাল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com