এক হাতে ১ মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার বানিয়ে বিশ্ব রেকর্ড করেছেন বরিশালের গৃহবধূ নুসরাত জাহান নিপা। গত মঙ্গলবার পাঠানো প্রত্যয়নপত্রে নিপাকে এই স্বীকৃতি দেয় রেকর্ড ব্রেকিং আন্তর্জাতিক সংস্থা ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’। বরিশাল নগরীর দক্ষিণ সাগরদী এলাকার বাসিন্দা দেওয়ান আবদুর রশিদের সন্তান নিপা। বরিশাল বিএম কলেজ থেকে রসায়ন বিভাগ ২০১৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন নিপা। বর্তমানে চাকুরি করেন স্কোপ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায়। এর পাশাপাশি অনলাইন ভলান্টিয়ারের কাজ করেন তিনি। বিয়ে করেছেন একজন ব্যাংকারকে। নিপা জানান, করোনাকালের শুরুতে ঘরবন্দি জীবনে নতুন মূল্যবান কিছু করার চিন্তাভাবনা মাথায় আসে। ইটালীর সিলভিও সাবার এক মিনিটে ৬৯টি কয়েন দিয়ে টাওয়ার বানিয়ে বিশ্ব রেকর্ডের কনটেন্ট দেখে এই ধরনের কিছু করার পরিকল্পনা নেন। উল্লেখ, ইটালীর সিলভিও সাবা ২০১৫ সালে এক মিনিটে এক হাতে ৬৯টি কয়েন দিয়ে টাওয়ার বানিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। এবার এক মিনিটে সর্বাধিক ৭১ কয়েন দিয়ে টাওয়ার বানিয়ে ‘মোস্ট কয়েন স্ট্যাকড ইন টু এ টাওয়ার’ তৈরির রেকর্ডটি এসেছে নিপার দখলে। সূত্র- ভিওএ