লিও ক্লাব অব চিটাগাং খুলশী ব্লু এর উদ্যোগে গত ৪ জানুয়ারী চট্টগ্রাম নগরীর লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া হলে লিও শাহাদাত হোসাইন এর সভাপতিত্বে ও লিও রাশেদুল ইসলামের সঞ্চালনায় বাবা-মা দের সম্মানার্থে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লিও দের বাবা-মা কে সম্মাননা স্বারক প্রদান করা হয়। অতিথিবৃন্দ অভিভাবকদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন। অভিভাবকগনের সম্মানে এমন আয়োজনে উনাদের অনূভুতি প্রকাশ করেন এবং এর ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে, লিও জেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি ও লায়ন্স জেলার ২০১৭-২০১৮ সেবা বর্ষের জেলা গভর্নর লায়ন মনজুর আলম মনজু পি এম জে এফ কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বি সি বি) এর পরিচালক নির্বাচিত হওয়ায় সম্মাননা স্বারক প্রদান করা হয়। এছাড়া দেশের স্বনামধন্য ক্লিফটন গ্রুপের পরিচালক ও সি ই ও লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর ২য় ভাইস গভর্নর লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী এম জে এফ কে বাংলাদেশ সরকারের সি আই পি নির্বাচিত হওয়া সম্মাননা স্বারক প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর ১ম ভাইস গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পি এম জে এফ, জেলা সচিব লায়ন আশরাফুল আলম আরজু, জিএমটি কোর্ডিনেটর লায়ন হাসান মাহমুদ, লিও ক্লাব অব চিটাগাং খুলশী ব্লুর উপদেষ্টা ও রিজিয়ন চেয়ারপারন লায়ন এস এম কামাল হোসেন এম জে এফ , লায়ন তারেক কামাল, লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর প্রসিডেন্ট লায়ন ইউসুফ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট লায়ন আরশাদুর রহমান, সেক্রেটারি লায়ন রাশেদা আক্তার মুন্নি,ট্রেজারার লায়ন আরিফ সাজ্জাদ, লায়ন নজরুল ইসলাম, লিও ক্লাব চেয়ারম্যান লায়ন নূর মোহাম্মদ বাবু, লিও ইয়ুথ এক্সচেঞ্জ লায়ন মাঈন উদ্দিন মাঈনু, প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন সাইফুল করিম আরিফ, লিও জেলা ৩১৫-বি৮ এর প্রেসিডেন্ট লিও আফিফা ইসলাম, ভাইস প্রেসিডেন্ট লিও ইরফান মোস্তফা, সেক্রেটারি লিও আতিক শাহরিয়ার সাদিফ, ট্রেজারার লিও ইসমাইল বিন আজিজ আলভি, জয়েন্ট সেক্রেটারি লিও জাহিদুল ইসলাম, জয়েন্ট ট্রেজারার লিও ওমর ফারুক, রিজিয়ন ডিরেক্টর লিও শওকত সহ প্রমুখ। লিও ক্লাব অব চিটাগং খুলশি ব্লু এর সম্মানিত এডভাইজর জনাব এস এম কামাল হোসাইন বলেন “লিওরাই দূর্যোগ কালীন সময় সম্মুখ যোদ্ধা ছিলো, তাদের সাহস, শক্তি ও মনোবল যেকোন অশুভকে দূরে সরাতে পারে এবং লিওরা আগামীতে আরো বেশি দক্ষতার পরিচয় দিয়ে ক্লাবের জন্য তথা দেশের জন্য সম্মান বয়ে আনবে” অনুষ্ঠানে বক্তারা বলেন “লিও দের কে সামাজিক কাজের পাশাপাশি নিজের পরিবারকে সময় দিয়ে, নিজেকে মানুষের মত মানুষ হয়ে দেশ ও জাতির কল্যানে কাজে লাগাতে হবে”। সেই সাথে ব্যাতিক্রমধর্মী এই উদ্যোগের জন্য প্রশংসা করেন। অনুষ্ঠানে বিভিন্ন সময় আয়োজিত প্রতিযোগিতার পুরষ্কার বিতরন করা হয়।