শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

শেখপুরা বীর মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

শেখপুরা মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি শেখপুরা ১৭নং রেল গেট দিনাজপুর এর নিজস্ব কার্যালয়ে বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারী রোববার বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সদস্য ফয়সাল হাবিব সুমন বলেন, মুক্তিযোদ্ধারা হচ্ছেন দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের ঋণ কোনদিন শোধ করা যাবে না। তাদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তা আমাদের রক্ষা করতে হবে। জাতি মুক্তিযোদ্ধাদের আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করে যাবে। এই সংগঠন যেন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে কাজ করে এটাই আমাদের প্রত্যাশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতি দিনাজপুরের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ ফরিদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন, মোঃ শাহজাহান আলী, মোঃ আব্দুর রহমান, এ্যাডঃ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আইনুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ শাহীন আলম। দ্বিতীয় পর্বে বার্ষিক সাধারন সভার বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ ফরিদ হোসেন। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ শাহীন আলম। উপস্থিত সদস্যরা প্রতিবেদন দুটির উপর বিস্তারিত আলোচনা শেষে হাত তুলে প্রতিবেদন দুটির অনুমোদন প্রদান করেন। সাধারন সম্পাদক মোঃ ফরিদ হোসেন বলেন, সততা এবং জবাবদিহীতার মধ্য থেকেই এই সংগঠনকে একটি মডেল সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। শুধু আপনাদের সহযোগিতা প্রয়োজন। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সুখে-দুঃখ্যে এবং তাদের কল্যাণে আমরা তাদের জন্য কাজ করে যাব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com