শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
বগুড়া শেরপুরে আগুনে পুড়লো পঁচিশ বিঘা জমির ভুট্টা ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন বীর মুক্তিযোদ্ধার নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা বাগেরহাট নানান আয়োজনে মে দিবস পালিত ভালুকা বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন বরিশালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুড়িগ্রামের উলিপুরে ভুট্টা মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা, দ্বিগুণ লাভের আশা নগরকান্দায় অগ্নিকান্ডে চারটি দোকান ঘর ভস্মীভূত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না-কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

হিলিতে পেঁয়াজের কেজি ২২ টাকা, কমেছে আমদানি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

বাজারে দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকায় ও চাহিদা কমায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি কমে এসেছে। আমদানি কমার সঙ্গে সঙ্গে কমেছে দাম। একইভাবে দেশি পেঁয়াজের দাম কমতির দিকে রয়েছে। ভারতীয় পেঁয়াজের তুলনায় দেশি পেঁয়াজের দাম কম ও মান ভালো হওয়ায় ক্রেতারা ইচ্ছামতো কিনছেন। নিত্যপ্রয়োজনীয় মসলা জাতীয় পণ্যটির দাম কমায় খুশি নি¤œ আয়ের মানুষজন। তেমনি খুশি বন্দরের পেঁয়াজের পাইকাররা।
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি আগের তুলনায় অনেকাংশে কমেছে। বন্দরে নতুন ইন্দোর জাতের ছোট আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১ থেকে ২২ টাকা কেজি দরে। যা কয়েকদিন আগে ২৩ থেকে ২৪ টাকা বিক্রি হয়েছিল। আর নাসিকের বড় আকারের পেঁয়াজ কয়েকদিন ধরে একই দামে বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৭ টাকা। এদিকে হিলি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২ টাকা থেকে ২৩ টাকা কেজি দরে। যা দুদিন আগেও ২৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। আর বাজারের অধিকাংশ দোকানে ভারতীয় পেঁয়াজ উধাও হয়ে গেছে। হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মাহফুজার রহমান বলেন, আমরা নি¤œ আয়ের মানুষ। পেঁয়াজের দাম যত কম হয় ততো আমাদের জন্য ভালো হয়। কয়েকদিন আগে পেঁয়াজের দাম বাড়তির দিকে ছিল। এতে করে আমাদের ব্যয়ভার মেটানো খুব কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। এখন বাজারে পেঁয়াজের দাম অনেকটা কমে এসেছে। বিশেষ করে দেশি পেঁয়াজের দাম কমে গেছে। ভারতীয় পেঁয়াজ ও দেশি পেঁয়াজের দাম প্রায় একই রকম। মান ভালো হওয়ায় ও স্বাদ ভালোর কারণে আমরা দেশি পেঁয়াজ কিনছি। পেঁয়াজের দাম যদি এমন থাকে তাহলে আমাদের মতো নি¤œ আয়ের মানুষদের জন্য সুবিধা হয়।
বাজারে পেঁয়াজ কিনতে আসা গৃহবধূ উম্মে হানি বলেন, আমাদের প্রতিদিনের রান্নার কাজে পেঁয়াজের প্রয়োজন হয়। যার কারণে পেঁয়াজের দাম যতটা কম হয় ততটা আমাদের জন্য সুবিধা হয়। তবে গত কয়েকদিনের তুলনায় পেঁয়াজের দাম অনেকটা কমে এসেছে। এতে করে আমাদের জন্য সুবিধা হয়েছে।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা ফিরোজ হোসেন বলেন, হিলি বাজারে আগে যেখানে সব দোকানেই ভারতীয় পেঁয়াজে ভরপুর থাকতো। এখন সেখানে দেশি পেঁয়াজের চাপে ভারতীয় পেঁয়াজ উধাও হয়ে গেছে। এর ওপর চাহিদা কমায় ভারতীয় পেঁয়াজ অনেকে রাখছেন না। এর মূল কারণ হলো বাজারে পর্যাপ্ত পরিমাণ দেশি পেঁয়াজের সরবরাহ রয়েছে। দেশি পেঁয়াজের মান ভালো ও দাম একই রকম। যার কারণে মানুষজন এখন আর ভারতীয় পেঁয়াজ কিনছেন না। সবাই দেশি পেঁয়াজ কিনছেন।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, পাবনা, মেহেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে পেঁয়াজ উঠার ফলে দেশের বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সেই সঙ্গে দাম আগের তুলনায় অনেকটা কমে এসেছে। এখন দেশি পেঁয়াজের চাহিদা বেড়েছে। এর ফলে দেশের বাজারে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের চাহিদা আগের তুলনায় অনেকাংশে কমেছে। এরপরও বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকায় দেশের বাজারে পণ্যটির দাম কমছে। তবে দেশের বাজারে দাম কমের কারণে আমদানি করে লোকসান গুনতে হওয়ায় আমদানি কমিয়ে দিয়েছেন আমদানিকারকরা। এরপরও দেশের বাজারে এর কোনও প্রভাব পড়েনি। তার কারণ হলো বাজারে দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে আমদানির পরিমাণ একেবারেই কমে এসেছে। আগে যেখানে বন্দর দিয়ে ১৫ থেকে ২০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হতো এখন তা কমে ২ ট্রাকে নেমেছে। গতকাল বৃহস্পতিবার বন্দর দিয়ে ২ ট্রাকে ৫৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। শনিবার পুনরায় বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com