মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে খুশির বদলে মনে আতঙ্ক, ঈদের আমেজ কোথাও নেই। কোলাকুলি বিহীন এক অন্য রকম ঈদ উদযাপন করছে মুসলমানরা। আতঙ্ক আর দুশ্চিন্তা নিয়ে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। অন্য বছরগুলোতে ঈদের নামাজ শেষে একজন আরেকজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার যে দৃশ্য দেখা যেত। মহামারি করোনাভাইরাসের কারণে এবার চিত্র ভিন্ন।
করোনাভাইরাসের সংক্রমনের আতঙ্ক আর দুশ্চিন্তার কারণে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে চারিদিকে আনন্দ-উৎসবে মুখর চিরচেনা সেই চিত্র নেই এবার। এক মাস রোজা রাখার পর খুশির ঈদ এলেও মানুষের মনে নেই আনন্দ। ঈদের খুশির বদলে মনে বিরাজ করছে আতঙ্ক আর নানা দুশ্চিন্তা।
এরআগে, করোনাভাইরাসের সংক্রমনের কারণে শারীরিক দূরত্ব বজায় রাখতে এবার ঈদের নামাজ শেষে কোলাকুলি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এমআইপি/প্রিন্স